মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের মির্জাপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনুর্ধ-১৭) ফাইনাল খেলায় ওয়ার্শি ইউনয়ন চ্যাম্পিয়ন হয়েছে। বিজয়ী দলের খেলোয়াড় মো. আজিম ম্যান অব দা ম্যাচ হয়ে পুরষ্কার লাভ করেছে। আজ সোমবার (২৩ মে) মির্জাপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বিপুল উৎসাগ উদ্দীপনা এবং প্রচুর দর্শকের উপস্থিতি উৎসব মুখর পরিবেশে এ খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভুমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি। চুড়ান্ত খেলায় ওয়ার্শি ইউনিয়ন একাদশ (২-০) গোলে পৌরসভাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, পৌরসভার মেয়র সালমা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরফি মাহমুদ, সাধার সম্পাদক তাহরীম হোসেন সীমান্ত, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মো. মনিরুজ্জামান মনির, মির্জাপুর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মো. সালাউদ্দিন আহমেদ বাবর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম, মীর্জা শামীমা আক্তার শিফা প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. হাফিজুর রহমান ও সাধারন সম্পাদক মো. মনিরুজ্জামান মনির জানান, আজ ১৮ মে থেকে ২৩ মে পর্যন্ত শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মির্জাপুর পৌরসভার দুইটি টিম এবং ১৪ ইউনিয়নের ১৪ টি টিমসহ মোট ১৬ টি টিম খেলায় অংশ গ্রহন করে।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post