Print Date & Time : 5 July 2025 Saturday 12:39 pm

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

ভেড়ামারা প্রতিনিধি: আজ ভেড়ামারা উপজেলা শিক্ষা অফিস আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় মেয়েদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে সামসের আলী প্রাথমিক বিদ্যালয় মোকারিমপুর ইউনিয়ন, রানার্সআপ হয়েছেন পশ্চিম বাহিরচর ১২ মাইল প্রাথমিক বিদ্যালয়।
ছেলেদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রানার্সআপ হয়েছেন বাহিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীনেশ সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল, জাসদ ভেড়ামারা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আনছার আলী, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা প্রমুখ।

দৈনিক দেশতথ্য//এল/