কুষ্টিয়ার দৌলতপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় মথুরাপুর ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল বুধবার বিকাল ৩টায় দৌলতপুর সরকারী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি মোস্তহিদ মিঠুর সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়-১ দৌলতপুর আসনের এমপি আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্। বিশেষ অতিথি ছিলেন, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মজিবুর রহমান, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শরীফ উদ্দিন রিমন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টিপু নেওয়াজ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার তৌহিদুল ইসলাম, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দৌলতপুর কলেজের অধ্যক্ষ ছাদিকুজ্জামান খান সুমন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. নজরুল ইসলাম, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউল ইসলাম মহি, মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ, কুষ্টিয়া জজ কোর্টের এপিপি এ্যাড. সাইদুল ইসলাম খান খোকন ও দৌলতপুর বাজার কমিটির সভাপতি গোলাম মোস্তফা। খেলায় মথুরাপুর ফুটবল একাদশ মরিচা ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন।
এবি//দৈনিক দেশতথ্য//ফেব্রুয়ারী ১৫,২০২৩//