ভেড়ামারা প্রতিনিধি: ভেড়ামারায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মাদ সাইদুল ইসলাম।
গতকাল মঙ্গলবার দিনব্যাপী ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, ভেড়ামারা পাইলট সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মডেল মসজিদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কাজের অগ্রগতি তদারকিও পরিদর্শন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলার চেয়ারম্যান অলহাজ্ব আক্তারুজ্জামান (মিঠু), উপজেলা নির্বাহী কর্মকর্তা দীনেশ সরকার, সহকারী কমিশনার (ভূমি) রেকসোনা খাতুন, কাজের প্রকৌশলী ও সাংবাদিক বৃন্দগণ।
বিকেলে ভেড়ামারা বাহিরচর ইউনিয়ন পরিষদ সংলগ্ন শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলাও উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মাদ সাইদুল ইসলাম।
ভেড়ামারায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট(বালক অনুর্ধ্ব-১৭) ২০২১ এর ফাইনাল খেলা গতকাল মঙ্গলবার বিকেলে বাহিরচর ইউনিয়ন পরিষদ সংলগ্ন শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা উপভোগ করেন।
খেলায় ট্রাইবেকারে চ্যাম্পিয়ান হয়েছেন বাহিরচর ইউনিয়ন একাদশ এবং রানার্সআপ হয়েছেন চাঁদগ্রাম ইউনিয়ন একাদশ।
দৈনিক দেশতথ্য//এল//