গৌরাঙ্গ লাল দাস, কোটালীপাড়া ( গোপালগঞ্জ) প্রতিনিধি :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (অনূর্ধ্ব-১৭) কোটালীপাড়া উপজেলায় চ্যাম্পিয়ন হয়েছে কোটালীপাড়া পৌরসভা ফুটবল একাদশ।
গত রবিবার উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে পৌরসভা ফুটবল একাদশ রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশকে ৩-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসিত থাকার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। এরপর টাইব্রেকারের ভাগ্য পরীক্ষায় কোটালীপাড়া পৌরসভা ফুটবল একাদশ ৩-২ গোলে জয় পায়। ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ।
এ সময় পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মুকুল, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, রাধাগঞ্জ ইউপি চেয়ারম্যান ভীম চন্দ্র বাগচীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই টুর্নামেন্টে উপজেলার একটি পৌরসভাসহ ১১টি ইউনিয়ন থেকে একটি করে দল উপজেলা পর্যায়ে অংশগ্রহণ করে।
দৈনিক দেশতথ্য///এস//