Print Date & Time : 3 July 2025 Thursday 2:35 pm

বঙ্গবন্ধু বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মো.আলাউদ্দীন, হাটহাজারী (চট্রগ্রাম) প্রতিনিধি: হাটহাজারীতে বঙ্গবন্ধু বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ জুলাই) বিকালে হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা পর্যায়ের এ খেলা অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু বালক দলের খেলায় ফটিকা রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় গড়দুয়ারা কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

অপরদিকে, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব বালিকা দলের খেলায় ফতেয়াবাদ রামকৃষ্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয় আজিমপাড়া গাউছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

খেলায় বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.শাহিদুল আলম, সহকারী কমিশনার (ভূমি) মো.আবু রায়হান, উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল আলম, হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.রুহুল আমিন সবুজ, ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাঈদা আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তার বেগম, হাটহাজারী প্রেস ক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া, হাটহাজারী উপজেলা ক্রিড়া সস্থার সাধারন সম্পাদক মো.জাফর এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীসহ আরও অনেকেই।

দৈনিক দেশতথ্য//এল//