বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছার ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার (৮ আগস্ট) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জে অনুষ্ঠিত এ আলোচনা অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে ৬৩ জেলার অতিথিগন তাদের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার জীবন ও আদর্শের উপর বাঙ্গালী জাতির শিক্ষনীয় বিষয়ে আবেগঘন বক্তব্য দিয়েছেন।
এ সময় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার জন্মবার্ষিকী উপলক্ষে ৫ জন নারীকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য “বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব ” পদক প্রদান করা হয়। এ ছাড়াও বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে সারা দেশে দুস্থ ও অসহায় নারীকে নগদ টাকা ও সেলাই মেশিন বিতরণ করা হয়।
দুপুরে কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলামের সভাপতিত্বে বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় জেলা প্রশাসক বলেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা বঙ্গবন্ধুকে প্রতিটি আন্দোলন সংগ্রামে খুব কাছ থেকে সাহস ও অনুপ্রেরণা যুগিয়েছিলেন বলেই আমারা স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ পেয়েছি।
বিশেষ অতিথির বক্তব্যে কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ খাইরুল আলম বলেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা অত্যন্ত জ্ঞানী, বুদ্ধিদীপ্ত, বিচক্ষণ, দায়িত্ববান ও ধৈর্যশীল নারী ছিলেন। তিনি ৬ দফা, ১১ দফা আন্দোলন, আগরতলা ষড়যন্ত্র মামলার সময় এবং ১৯৭০ সালের সাধারণ নির্বাচন, ১৯৭১ এর অসহযোগ আন্দোলন ৭ই মার্চের ভাষণ, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের অভ্যুদয়ে বঙ্গবন্ধুকে সাহস ও অনুপ্রেরণা যুগিয়েছিলেন।
অনুষ্ঠানের খোকসা উপজেলায় ৫টি, কুমারখালী ৭টি, ভেড়ামারায় ৫টি, দৌলতপুর ৭টি, মিরপুর ৬টি, সদর উপজেলায় ৭টি এবং জেলা পর্যায়ে ৮টি সহ সর্বমোট ৪৫টি সেলাই মেশিন দুস্থ ও অসহায় নারীদের মাঝে ১৪ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
একইদিন বিকাল সাড়ে ৩ টায় বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম, রাজারবাগ, ঢাকা হতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২২ অনুষ্ঠিত হয়।
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ পুলিশের সকল ইউনিট ভার্চুয়াল এ মিটিং যুক্ত থেকে আইজিপি সাহেবের পাঠানো পুরস্কার স্কুল ছাত্র – ছাত্রীদের মাঝে তুলে দেন সংশ্লিষ্ট পুলিশের ইউনিট প্রধান গণ। পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম এ সময় কুষ্টিয়া জেলা পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ এর ষষ্ঠ থেকে দশম শ্রেণী পযন্ত কুইজ প্রতিযোগিতায় ৩ জন এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর কুইজ প্রতিযোগিতায় ৩ জনসহ সর্বমোট ৬ জন বিজয়ীকে পুরস্কার তুলে দেন।
এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম অ্যান্ড অপস্, মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার, (জেলা বিশেষ শাখা), মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মো: নাজমুল আরেফিন, অধ্যক্ষ, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, বিজয়ী ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবক এবং কুষ্টিয়া জেলা পুলিশের অন্যান্য পদমর্যাদার অফিসার ও ফোর্স।
এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ০৯,২০২২//

Discussion about this post