Print Date & Time : 6 September 2025 Saturday 12:50 am

বঙ্গোপসাগরে ২৯ জেলেসহ ২টি ট্রলার ডুবি

২৮ জেলে উদ্ধার, ১ জেলে নিখোঁজ

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের প্রায় ২০ কিলোমিটার দক্ষিনে আকস্মিক ঝড়ের কবলে পড়ে ২৯ জেলেসহ দুইটি মাছ ধরা ট্রলার ডুবে গেছে। শুক্রবার দপুর সাড়ে ১২টার দিকে উওাল ঢেউয়ের আঘাতে ট্রলার ডুবির ঘটনা ঘটে। এতে এফবি জোবায়ের ট্রলারের রবিউল নামে ১ জেলে নিখোঁজ রয়েছে।  ট্রলার ডুবির ঘটনার পর সাগরে ভাসমান অবস্থায় অন্য ট্রলারের জেলেরা ২৮ জেলেকে উদ্ধার করলেও ডুবে যাওয়া ট্রলার ও জাল উদ্ধার করতে পারেনি। উদ্ধারকৃত জেলেদের বাড়ী রাঙ্গাবালী উপজেলার কাজীকান্দা ও মৌডুবী গ্রামে। 

মহিপুর গাজী ফিসের স্বত্ত্বাধিকারী মজনু গাজী জানায়, রাঙ্গাবালী উপজেলার মৌডুবীর বশির মেম্বারের এফবি মুনিয়া ট্রলারটি আমার আড়ৎ থেকে শুক্রবার সকালে সমুদ্রে মাছ ধরার উদ্দ্যেশ্যে ছেড়ে যায়। দুপুরের পরে হঠাৎ ঢেউয়ের তান্ডবে ট্রলারটি ডুবে যায়।

এফ ভি জোবায়ের ট্রলারের মালিক রাঙ্গাবালী উপজেলার কাজীকান্দা গ্রামের ইলিয়াস জানান, বৃহস্পতিবার রাতে মহিপুর বন্দর থেকে তার ট্রলারটি ছেড়ে যায়। শুক্রবার সকাল ১২টার দিকে জাল ফেলার সময় আকস্মিক ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায় বলে উদ্ধার হওয়া জেলেরা তাকে জানিয়েছেন। এতে প্রায় ত্রিশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

মহিপুর মৎস্য আড়ৎ সমবায় সমিতির সাধারন সম্পাদক রাজা মিয়া জানায়, মহিপুর মৎস্য আড়ৎ সমবায় সমিতির দুইটি মাছ ধরা ট্রলার শুক্রবার সমুদ্রে ডুবে গেছে। এখনও ট্রলার দুইটি উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধারের প্রক্রিয়া চলছে। তবে ট্রলারে থাকা ২৯ জেলের মধ্যে ২৮ জেলে উদ্ধার হলেও ১জন জেলে নিখোঁজ রয়েছে বলে তিনি জানান।

এবি//দৈনিক দেশতথ্য//জুলাই ২৮,২০২৩//