বেনাপোলে তিন কোটি টাকার সোনার বার আত্মসাতের অভিযোগে ওমর ফারুক সুমন নামে এক যুবককে অপহরণের পর পিটিয়ে হত্যা করে মাগুরায় লাশ ফেলে দেয় চোরাকারবারিরা। ঘটনাটি চাঞ্চল্যকর হওয়ায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তদন্তে নামে মাঠে। শেষ পর্যন্ত সুমনের খুনি বেনাপোলের পৌর ওয়ার্ড কাউন্সিলর এবং সেচ্ছাসেবকলীগ নেতা কামাল হোসেনসহ কয়েকজনকে আটক করা হয়।
১২ জুলাই রাতে স্ত্রীর সাথে দ্বন্দ্বের কারণে খুন হন ঝিকরগাছা দিকদানা গ্রামের আক্তারুল ইসলাম। এই ঘটনায় নিহতের স্ত্রী শামীমা নাসরিন ও তার ভাইসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন আক্তারুলের মা।
২৫ জুলাই মায়ের প্রেমিক মজনুর রহমান ধর্ষণের পর হত্যা করে আমেনা খাতুনকে। সদর উপজেলার কিসমত রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হওয়ার দুইদিন পরে চালক বুলবুল হোসেনের অর্ধগলিত লাশ ১০ জুলাই সদর উপজেলার তেঘরিয়া গ্রামের পাট ক্ষেত থেকে উদ্ধার করে পুলিশ।
১৯ সেপ্টেম্বর সদর উপজেলার সাতমাইল এলাকার রেললাইনের পাশ থেকে আঁখি মণি নামে এক কিশোরীর লাশ উদ্ধার করে পুলিশ। ঝিনাইদহের মহেশপুর উপজেলার দাড়িয়াপুর গ্রামের মিন্টু সরদার সৎ মেয়েকে চৌগাছার বালুহর মেলা দেখার কথা বলে বাড়ি থেকে এনে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যায়।
১৭ জুলাই বিকেলে যশোর-মণিরামপুর মহাসড়কের বাজুয়াডাঙ্গা গ্রামের স্বদেব ভদ্রের ভাঁশ বাগান থেকে অজ্ঞাতনামা একটি লাশ উদ্ধার করেছে পুলিশ।
৪ নভেম্বর কেশবপুর উপজেলার কন্দর্পপুর গ্রাম থেকে অজ্ঞাতনামা (৬৭) এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে তার পরিচয় আজও পাওয়া যায়নি।
অভয়নগর উপজেলার দিয়াপাড়া ভৈরব নদের তীরে সরিষা ক্ষেত থেকে অজ্ঞাতনামা (৩৫) এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। কিন্তু তার পরিচয় পাওয়া যায়নি।
পরোকীয়ার জেরে ২৬ জুন সন্ধ্যায় মণিরামপুরের মেসার্স ভাই ভাই গোল্ডেন ফিস মাছের আড়তের ম্যানেজার জসিম উদ্দিন যশোর শহরে খুন হন।
স্থানীয় আধিপত্য এবং এলাকার ছাত্রাবাস দখল নিয়ে ১৬ অক্টোবর রাত ৮টার দিকে যশোর শহরের মুজিব সড়কে রিপন হোসেন নামে এক লেদ মিস্ত্রিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে খড়কির সন্ত্রাসীরা।
৮ অক্টোবর রাতে চৌগাছার বহুলালোচিত মাকাপুর গ্রামের হায়দার আলীকে হত্যার অভিযোগে লন্ডন প্রবাসী ব্যারিস্টার ছেলেসহ ১০ জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা করা হয়।
পরোকীয়ার বাধা দেয়ায় স্বামী জহির হাসান গাজীকে ৯ মে শরীরে ইঞ্জেকশনের মাধ্যমে এসিড পুশ করে হত্যা করে স্ত্রী শেফালী ও তার প্রেমিক রবিউল ইসলাম। তারা দু’জনেই ঘটনার সত্যতা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।
গত ২৩ আগস্ট রাতে যশোর সদর উপজেলার গাইদগাছি গ্রামে সন্ত্রাসী হামলায় খুন হন মাসুদ রানা নামে এক কাঠ ব্যবসায়ী।
১৩ এপ্রিল বেলা ১১টার দিকে সদর উপজেলার বানিয়ারগাতি গ্রামের আনারুল ইসলাম নামে এক দিনমজুরকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়।
গত ১৪ মে দুপুরে যশোর সদরের লেবুতলার পাটক্ষেত থেকে আনোয়ার হোসেন (৭০) নামে এক ব্যক্তি লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আনোয়ার হোসেন ঢাকার দোহার উপজেলার মধুরখোলা গ্রামের বাসিন্দা।
২২ মে যশোরের শেখহাটি গ্রামের হঠাৎপাড়ায় নিজঘর থেকে আবু বক্কর (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত আবু বক্কর মাগুরার শালিখা উপজেলার সাবলাট গ্রামের মৃত লোকমান মোল্যার ছেলে।
১৬ মার্চ মণিরামপুরের পাঁচাকড়ি গ্রামে নাওয়াল জামান বরিষা নামে এক গৃহবধূকে হত্যা করে স্বামী ও তার পরিবারের সদস্যরা।
১৪ জানুয়ারি সন্ধ্যায় স্যালো ইঞ্জিন চুরির অভিযোগে খুলনার কয়রা উপজেলার অর্জুনপুর গ্রামের বাসিন্দা ফরিদ গাজী নামে এক যুবককে হত্যার পর সন্ত্রাসীরা
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন বলেছেন, অধিকাংশ হত্যাকাণ্ডের কারণ উদঘাটন ও খুনিদের সনাক্ত ও আসামি আটক করা হয়েছে। তবে অজ্ঞাতনামা কয়েকটির ব্যাপারে লাশ অর্ধগলিত হওয়ায় তাদের ফিঙ্গারের ছাপ নিতে না পারায় পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post