Print Date & Time : 11 May 2025 Sunday 4:18 am

বজ্রপাতে প্রাণ গেল নান্দাইলে তিন শিক্ষার্থীর

ময়মনসিংহের নান্দাইলে বজ্রপাতে প্রাণ গেল ৩ শিক্ষার্থীর। শুক্রবার (১৭ জুন) দুপুরে উপজেলার গাংগাইল ইউনিয়নের পংকরহাটি গ্রামে এ ঘটনাটি  ঘটেছে।

স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতাউর রহমান জানান, বজ্রপাতে নিহত তিন শিক্ষার্থীর মধ্যে দুইজন মাদ্রাসা ছাত্র ও একজন স্কুল ছাত্র। নিহতরা হলো- পংকরহাটি গ্রামের মো. শহিদুল্লাহর ছেলে মো. সাঈদ মিয়া (১২), মো. বিল্লাল হোসেনের ছেলে মো. শাওন (৮) ও মো. হাদিস মিয়ার ছেলে স্বাধীন  মিয়া (১০)।

স্থানীয়রা জানান, কয়েকজন ছেলে  জাল দিয়ে এলাকার একটি খালে মাছ ধরতে গেলে দুপুরের দিকে মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়।  এ সময় বজ্রপাতে সাঈদ, শাওন ও স্বাধীন গুরুতর আহত হলে তাদেরকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

 এবিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. মিজানুর রহমান আকন্দ জানান, দুঃখজনক  ঘটনাটি শুনেছি। এ বিষযে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

বজ্রপাতে তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারগুলোতে বইছে শোকের মাতম।

এবি//দৈনিক দেশতথ্য//জুন ১৭,২০২২//