Print Date & Time : 26 August 2025 Tuesday 6:39 am

বজ্রপাতে মেহেরপুরে দুই শ্রমিকের মৃত্যু

মেহেরপুরের শোলমারী গ্রামে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেল ৪ টার দিকে সদর উপজেলার শোলমালী গ্রামের পাঠান পাড়ার মাঠে ঘাস কাটার সময় এ দূর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন,শোলমারী গ্রামের দোয়াত আলীর ছেলে দিনমুজুর ছোট খোকন (৩৫) ও একই গ্রামের সামেদ আলীর ছেলে শাহ আলম (৩২)।

স্থানীয় ইউপি সদস্য মোঃ গোলাম মর্তুজা মতু বলেন, গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে ছোট খোকন ও শাহ আলম তাদের বাড়ির পাশের মাঠে গরু ছাগলের ঘাস কাটার জন্য গেলে সেখানে আকস্মিক বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতে দুইজন ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে আসে। 

তিনি আরো বলেন, নিহতরা দুইজনই দিনমুজুর তাদের উপার্জিত অর্থে সংসার পরিজন চলতো। তাদের মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছে তাদের পরিবার। 

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ০২,২০২২//