লালমনিরহাট প্রতিনিধি ।। জেলার কালীগঞ্জ উপজেলায় তিস্তাচরে বজ্রপাতে মোজা মিয়া (৫০) নামে এক সৌখিন মৎস্য শিকারী বজ্রপাতে নিহত হয়েছে।
শনিবার (৩০ জুলাই) সন্ধ্যায় জেলার কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের শৌলমারী গ্রামে এ ঘটনা ঘটে। মোজা মিয়া উপজেলার ভোটমারী ইউনিয়নের শৌলমারী গ্রামের বাসিন্দা।
সে সময় বাড়ির পাশে খালে মাছ ধরে গিয়ে ছিল। তার বাড়ির উঠানে মহিষ দুইটি বাধা ছিল।
কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল বলেন, এ ঘটনাটি ভোটমারী ইউপির এক সদস্যের মাধ্যমে জেনেছি।
আর//দৈনিক দেশতথ্য//৩১ জুলাই-২০২২//