Print Date & Time : 11 May 2025 Sunday 12:44 am

বটিয়াঘাটার সাবেক ওসিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি: দুদকের মামলায় বটিয়াঘাটা থানার সাবেক ওসি শেখ আবু বকর সিদ্দিক ও তার স্ত্রী সুলতানা রাজিয়া পারুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১২ মে) দুপুরে মহানগর বিশেষ দায়রা জজ আদালতে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) আবেদন করলে বিচারক মাহমুদা খাতুন ওই আদেশ দেন। একই সাথে অভিযুক্তরা জামিনের আবেদন করলে জামিন শুনানী ২৬ মে পর্যন্ত স্থগিত করা হয়। দুদকের আইনজীবী খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, দুদকের ৮/২১ ও ৯/২১ নম্বর মামলায় ৫ মে থেকে কারাগারে রয়েছেন ওই পুলিশ দম্পতি। এর মধ্যে জ্ঞাত আয় বহির্ভূত ৩৩ লাখ ৮৯৫ টাকার সম্পদ অর্জন অভিযোগে সাবেক ওসি শেখ আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে ৮/২১নং মামলা ও ওই সম্পদ স্ত্রী সুলতানা রাজিয়া পারুলকে হস্তান্তরের অভিযোগে সুলতানা রাজিয়া পারুল এবং শেখ আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে দুদক ৯/২১ নম্বর মামলা করে। কিন্তু তদন্তে তাদের বিরুদ্ধে আরও প্রায় ৫০ কোটি টাকার অপ্রদর্শিত সম্পদের সন্ধান পাওয়ায় দুদক খুলনার উপ-পরিচালক এম এ ওয়াদুদ তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করেন।

দৈনিক দেশতথ্য//এল//