Print Date & Time : 20 July 2025 Sunday 12:43 am

বড়লেখায় গাঁজাসহ আটক ২

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে ১ কেজি ৫০ গ্রাম গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে।

শুক্রবার (২৬ মে) বড়লেখা থানা পুলিশের বিশেষ অভিযানে তাদেরকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন রাজা রাম (৩৫) এবং জামাল উদ্দিন (৪৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে বড়লেখা থানা পুলিশ।

গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৬ মে) রাতে বড়লেখা থানার এসআই জাহেদ আহমদ সঙ্গীয় অফিসার ফোর্সসহ বড়লেখা থেকে আসামিদ্বয়কে গাঁজাসহ আটক করেন।

এসময় আটককৃতদের কাছ থেকে ১ কেজি ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জুড়ী উপজেলার কাটাটিলা এলাকায় মৃত বলরাম এর ছেলে রাজারাম। অপর আসামি বড়লেখা উপজেলার ৭নং কাশেমনগর এলাকার বাসিন্দা মৃত আসাব আলীর ছেলে মোঃ জালাল উদ্দিন।

এ বিষয়ে বড়লেখা থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়ারদৌস হাসান জানান, “আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২৭ মে) তাদেরকে পুলিশি প্রহরার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।”

দৈনিক দেশতথ্য//এইচ//