রাকিবুল ইসলাম তনু,পটুয়াখালীঃ গন অধিকার পরিষদ সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূর বলেছেন, বাংলাদেশের ইতিহাসে এই অর্ন্তবর্তীকালীন সরকার হচ্ছে ইতিহাসের সর্বোচ্চ জনসমর্থন পাওয়া সরকার।
গন অধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখা আয়োজিত জুলাই বিপ্লব ও নতুন বাংলাদেশ বিনির্মানে জনআকাঙ্খার রাজনীতি শির্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, ডান, বাম, বিএনপি, জামাতসহ সকল রাজনৈতিক দল এ সরকারকে সমর্থন দিয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রন হচ্ছেনা, আইনশৃঙ্খলা পরিস্থিতির তেমন উন্নয়ন হয়নি তাই জনগনের ক্ষোভ বাড়ছে। এ বিষয়গুলো দেখার পাশিপাশি প্রশাসনের অনেকে আবার মাথাচাড়া দিয়ে উঠছে সেদিকে নজর দেয়ার জন্য আহবান জানান তিনি।
গন অধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখার আহবায়ক নজরুল ইসলাম লিটুর সভাপতিত্বে সভায় কেন্দ্রীয়, জেলা, উপজেলা, ইউনিট নেতৃবৃন্দ এবং সুশিল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় শহরের শতাদিক সনাতনী পরিবার নূরুল হক নুরকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে গন-অধিকার পরিষদে যোগ দেন।

Discussion about this post