আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরগরম হয়ে উঠেছে নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসন। বিভিন্ন দল থেকে মনোয়নন প্রত্যাশীরা ছুটে চলেছেন সাধারণ ভোটারদের কাছে।
এর মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে আছেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) সাবেক চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আকরাম হোসেন চৌধুরী। আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী এই নেতা প্রতিদিনের ন্যায় গত বুধবার বিকেল থেকে সন্ধা অবধি উপজেলার কোলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন। সাধারণ মানুষসহ দলীয় নেতাকর্মীদের সার্বিক খোঁজখবর নেন।
পথসভায় আকরাম হোসেন চৌধুরী বলেন, বিএনপি সাধারন মানুষকে বিভ্রান্ত করে দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করতে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই ষড়যন্ত্র রুখে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্ত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি।
এসময় বদলগাছী উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি হাফিজার রহমান, মহাদেবপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক কাজি বেলাল, আওয়ামলীগ নেতা মিজানুর রহমান, সাবেক উপজেলা যুবলীগ নেতা মাসুদুর রহমান মাসুদসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জা// দৈনিক দেশতথ্য// ২০ অক্টোবর ২০২২//

Discussion about this post