নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর বদলগাছীর কোলা এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ দুই নারীকে আটক করেছে বদলগাছী থানা পুলিশ।
শুক্রবার রাতে কোলা ইউনিয়নের খামার আক্কেলপুর গ্রাম এবং আধাইপুর ইউনিয়নের সেনপাড়া গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃত মোছাঃ বিজলী আক্তার (২৪) নওগাঁ জেলার পত্নীতলা থানার কাদিয়াল পশ্চিমপাড়ার নজরুল ইসলামের মেয়ে এবং বদলগাছী থানার মাসিমপুর গ্রামের মৃত আফসার আলী ছেলে তানজীদ হোসেন বিজয় এর স্ত্রী। তারা কিছুদিন যাবত আবুল কালাম আজাদের বাড়ি ভাড়া নেয়। ভাড়া বাড়ি থেকে মাদকের ব্যবসা চালাচ্ছিল বলে জানা যায়।
অপরজন পূর্নিমা রানী(৪০) আধাইপুর ইউনিয়নের সেনপাড়া গ্রামের শ্রী মধুলালের স্ত্রী।
অতিরিক্ত পুলিশ সুপার, মহাদেবপুর সার্কেল, নওগাঁ জয়ব্রত পাল জানান, তানজীদ হোসেন ওরফে বিজয় (২৫) নামে এক মাদক ব্যবসায়ী তার ভাড়া বাড়িতে বিক্রির উদ্দেশ্যে গাঁজা রেখেছে এমন সংবাদের ভিত্তিতে এসআই মেহেদী হাসানের অভিযান=ে এক কেজি করে ৬টি প্যাকেটে মোট ০৬ (ছয়) কেজি গাঁজাসহ মোছাঃ বিজলী আক্তারকে আটক করা হয়। এসময় ধৃত আসামীর স্বামী তানজীদ হোসেন ওরফে বিজয় পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারে চেষ্টা চলমান রয়েছে। আসামীদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা করা হয়েছে।
অপর দিকে দুপুর ৩:৩০ মিনিটে থানা পুলিশের বিশেষ অভিযানে ৩০ লিটার চোলায় মদ সহ বদলগাছী সেনপাড়া নামক স্থান থেকে পূর্নিমা রানী(৪০) নামে আরো এক মাদক কারবারি কে আটক করা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post