‘মিলেমিশে খেলা করি, সুন্দর সমাজ গঠন করি’ স্লোগানে নওগাঁর বদলগাছী উপজেলার মির্জাপুর কৈলাশ চন্দ্র (কে.সি) উচ্চ বিদ্যালয়ে ফুটবলসহ ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৫ নভেম্বর) বিকেলে স্কুলের অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করা হয়।
বিশিষ্ট সমাজসেবক মজিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আলিফ গ্রুপের সিনিয়র ম্যানেজার বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়াপ্রেমী মো. ফারুক হোসেন।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমান, ঢেকড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুর রশিদ, ভরট্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল আহমদ, মির্জাপুর কৈলাশ চন্দ্র (কে.সি) উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজিবর রহমান। অনুষ্ঠান শেষে ৭১ জন শিক্ষার্থীর মাঝে বুট, জার্সি এবং ফুটবল বিতরণ করা হয়।
পরে বিদ্যালয় মাঠে অলক কুমারের পরিচালনায় মির্জাপুর ফুটবল একাদশ বনাম ঢেকড়া ফুটবল একাদশের মধ্যে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।
//জা// দৈনিক দেশতথ্য// ০৬, নভেম্বর ২০২২//

Discussion about this post