রাশেদুজ্জামান,নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ জেলার বদলগাছী উপজেলা কৃষক লীগের কমিটি তিন বৎসরের জন্য অনুমোদন দেওয়া হয়।
নওগাঁ জেলা, বদলগাছী উপজেলা কৃষক লীগের কমিটি।সভাপতি মোঃসানাউল হোসেন হিরো এবং সাঃসম্পাদক মোঃআবুবক্কর সিদ্দিক কে সহ ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করেন।
এতে স্বাক্ষর করেন নওগাঁ জেলা কৃষক লীগের আহবায়ক আঃওয়াহাব এবং যুগ্ম আহবায়ক মোঃখোরশেদ আলম।
এ সময় উপস্থিতিদের উদ্দেশ্য আহবায়ক, আঃওয়াহাব বলেন আগামি জাতীয় ইলেকশানে কৃষক লীগের একটা মূখ্য ভূমিকা পালন করতে হবে।
যুগ্ম আহবায়ক মোঃখোরশেদ আলম বলেন, কৃষক লীগের একটা ইউনিয়নে ৫২০ জন শুধু বা ৫২০ টা পরিবার তাহলে আপনাদের উপজেলায় মোট ৪২৩১ জন নেতা মানে ৪২৩১ টি পরিবার। সকল নেতা কর্মি তার নিজ পরিবারকে ঠিক রেখে যদি নৌকার পক্ষে কাজ করে তাহলে ১০০% নৌকার প্রার্থী বিজয় অর্জন করবেন।
কোন কৃষক যেন তার সার,কীটনাশক, কৃষি ঋন,গোডাউনে ধান দেওয়া সকল কাজ কর্মে কৃষকের পাশে থাকাই কৃষক লীগের কাজ।
চলতি মাসেই একটি উপজেলা কৃষক লীগের পরিচিতি সভা করবেন। আঃওয়াহাব ৭১ সদস্য বিশিষ্ট কমিটি বদলগাছী সভাপতি ও সাঃসম্পাদক কে হস্তান্তর করেন।
দৈনিক দেশতথ্য//এসএইচ//