সরকারের লক্ষ লক্ষ টাকার রাজস্ব ফাঁকি দিয়ে আবারও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শিল্প নগরি আল্লারদর্গায় অবস্থিত বনানী বিড়ি ফ্যাক্টরীতে লুজ ব্যন্ডরোল ব্যবহার করে বিড়ি তৈরীর অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে বিড়ি মালিক আলহাজ্ব বায়েজিদ বিশ্বাসের ব্যবসা নিয়ে বিরুপ মন্তব্য করতে দেখা গেছে।
এলাকাবাসী অভিযোগ করে বলেন, বনানী বিড়ি ফ্যাক্টরীর কারখানায় নকল বিড়ি তৈরির সংবাদ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হওয়ায় কিছু দিন বিড়ি তৈরি বন্ধ রাখে কর্তৃপক্ষ। কিন্তু কয়েকদিন হলো আবার জোরে সরে শুরু করেছে নকল ব্যন্ডরোল দিয়ে বিড়ি তৈরি। তাদের কর্মকান্ড দেখে মনে হচ্ছে এবার রাজস্ব বিভাগের কোন বড় কর্তাকে ম্যানেজ করে এসে আযান দিয়ে শুরু করেছে বিড়ি তৈরির কাজ। কোন কোন দিন নাসির বিড়ি ফ্যাক্টরী বন্ধ থাকলে সেই সব শ্রমিক এনে কাজে লাগিয়ে দিচ্ছে।
দেখে মনে হচ্ছে কারখানাটিতে নকল বিড়ি তৈরির মহোৎসব চলছে।
অধিক মুনাফা লাভের আসায় ফ্যাক্টরীর মালিক আলহাজ্ব বায়েজিদ বিশ্বাস সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে দির্ঘ্যদিন যাবৎ লুজ ব্যন্ডরোল ব্যবহার করে প্রতিদিন ৮০/৯০ লাখ বনানী বিড়ি তৈরি করে বাজার জাত করছেন। এলাকাবাসি অভিযোগ করে বলছেন কিছু দুর্নীতি বাজ রাজস্ব বিভাগের কর্মকর্তাদের উপজেলার দু’এক জায়গায় নকল বিড়ি উদ্ধার করতে দেখা গেলেও বনানী বিড়ি ফ্যাক্টরীর দিকে লক্ষ নেই তাদের। ফ্যাক্টরী চলাকালীন সময় তার নিজস্ব লোকজন রাস্তায় পাহারা বসিয়ে রাখে যাতে কোন গণমাধ্যম কর্মী ফ্যাক্টরীতে প্রবেশ করতে না পারে।
এই বিষয়ে ফ্যাক্টরীর দায়িত্বরত ম্যানেজার মালিক আলহাজ্ব বায়েজিদ বিশ্বাসের শ্যালক আলহাজ্ব মিজানুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি স্থানীয় সাংবাদিকদের জানান মালিকের ব্যাবসার অবস্থা খারাপ হওয়ায় গোপনে এ কাজ করতে হচ্ছে। আমরা দাড়িয়ে গেলে আপনাদের খুশি করব। এ পযন্ত আমাদের সময় দিতে হবে।
এদিকে ফ্যাক্টরীর শ্রমিকরা জানান তারা এক বৎসরের মধ্যে কোন ব্যাংক থেকে ব্যন্ডরোল সংগ্রহ করেননি। দেশেয় কোন এক অত্যাধুনিক প্রেস থেকে নকল ব্যন্ডরোল ছাপিয়ে নকল ব্যন্ডরোল সরবারহ করছে। ফাঁকি দিচ্ছে সরকারের লক্ষ লক্ষ টাকার রাজস্ব। দ্রæত নকল ব্যন্ডরোল ব্যবহার বন্ধ করার জন্য সরকারের রাজস্ব বিভাগের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২০ সেপ্টেম্বর ২০২৩

Discussion about this post