আল-হেলাল, সুনামগঞ্জ : মোঃ মজিবুল হক পটুয়াখালির মীর্জাগঞ্জের চৈতা গ্রামের এই কর্মবীর এনজিও প্রতিষ্ঠান পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র এর একজন অফিস স্টাফ হিসেবে ২০০৫ইং সনের ২৯ জানুয়ারি কর্মজীবন শুরু করেন। ২০১২ইং সনের ১৩ মে সুনামগঞ্জে যোগদান করেন। এরিয়া ম্যানাজার হিসেবে অত্যন্ত সততার সাথে ২০১২ইং সাল থেকে ৩১ জুলাই ২০২২ ইং পর্যন্ত সুনামগঞ্জ সিলেট ও মৌলভীবাজার জেলায় চাকুরী করেন। ১লা আগস্ট ২০২২ইং তিনি নবগঠিত বেসরকারী উন্নয়ন সংস্থা বন্ধন মানবিক কল্যাণ সংস্থার প্রধান কার্যালয়ে পরিচালক হিসেবে যোগদান করত: নতুন কর্মজীবন শুরু করতে যাচ্ছে
পদক্ষেপ সংস্থাটির কর্মচারীরা জানান,এরিয়া ম্যানাজার হিসেবে সুনামগঞ্জে মজিবুল হক এতটাই শ্রম সাধনা করেছেন যে,তার হাত ধরেই পদক্ষেপ সংস্থাটির আলাদা পরিচয় ছাড়াও সার্বিক বিকাশ ঘটেছে। দীর্ঘ কর্মজীবনের এত বিশাল কর্মকান্ডের কোথায়ও কোন ত্রুটি বা অনিয়ম দুর্নীতি পরিলক্ষিত হয়নি তার কর্মকালে। সংস্থাটির সকল সেবা কার্যক্রম সুচারুরুপে সম্পন্ন করার মধ্যে দিয়ে তৃণমূল পর্যায়ের মানুষের কাছে তার নিজের ব্যক্তিগত ও সংস্থাটির আলাদা গ্রহনযোগ্যতা গড়ে তুলেছেন। বিভিন্ন দুর্যোগকালীন সময়ে ত্রাণ বিতরন ও অপরাপর সকল এনজিও সংগঠনগুলোর সাথে সমন্বয় করে ত্রাণ ও পূণর্বাসন কার্যক্রম পরিচালনা করে তিনি একজন নিরলস এনজিও কর্মী থেকে মানবতার ফেরিওয়ালা হিসেবে আলাদা পরিচিতি ও গ্রহনযোগ্যতা স্থাপন করেছেন সিলেট ও সুনামগঞ্জে। ব্যক্তিগত জীবনে একটি মাত্র সন্তানের জনক হওয়ায় ৩ সদস্যের একটি সুখী পরিবার নিয়ে কর্মব্যস্ততার মাঝেই ডুবে থাকেন তিনি। নতুন কর্মস্থল ঢাকায় বন্ধন মানবিক কল্যাণ সংস্থার প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাসানুর রহমানের হাত ধরে এই সংস্থাটিকে দ্রুত এগিয়ে নিতে মজিবুল হক প্রাণান্তকর প্রচেষ্টা অব্যাহত রাখবেন এমন প্রত্যাশা করেন সকলে।
দৈনিক দেশতথ্য//এল//