Print Date & Time : 7 July 2025 Monday 11:48 am

বন্ধুর মৃত্যুর শোকে বন্ধুর আত্মহত্যা !

ফজলুল হক, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে এক বন্ধুর মৃত্যুর শোক সইতে না পেরে তার অপর বন্ধু আত্মহত্যা করেছেন।

গতকাল সোমবার ভোরে উপজেলা গোয়ালবাতান এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত হলেন, কুড়িগ্রামের রোমারি থানার চরগেন্দাখোলা এলাকার আমজাদ হোসেনের ছেলে হাবিজুল (১৮)। তিনি দিনমজুরের কাজ করতেন।

এলাকাবাসী, নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, আমজাদ তার স্ত্রী-সন্তান নিয়ে জীবিকার তাগিদে দীর্ঘদিন আগে কুড়িগ্রামের রোমারি থেকে গাজীপুরের কালিয়াকৈরে আসেন। পরে তারা কালিয়াকৈর উপজেলার গোয়ালবাতান এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছেন। তাদের সন্তান হাবিজুল দিন মজুরের কাজ করতেন। রোববার হাবিজুল শুনতে পান তার গ্রামের বাড়ি এক বন্ধু আত্মহত্যা করেছেন। তার আত্মহত্যার বিষয়টি মেনে নিতে পারেননি বন্ধু হাবিজুল। গতকাল সোমবার ভোরে উপজেলা গোয়ালবাতান এলাকায় তাদের ভাড়া বাসার পাশে তেতুল গাছের ডালের সাথে গলায় রশি পেছানো অবস্থায় ঝুলে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই বন্ধুর আত্মহত্যার শোক সইতে না পেরে হাবিজুল গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে।

কালিয়াকৈর থানার তদন্ত (ওসি) সাব্বির রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে আবেদনের প্রেক্ষিতে নিহতের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

দৈনিক দেশতথ্য//এইচ//