বিনোদন ডেস্ক:
মানুষের জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ একটি সম্পর্ক বন্ধুত্ব। কখনো কখনো পরিবার ও আত্মীয়-স্বজনের চেয়েও বন্ধু হয়ে ওঠে অধিক আপন। এমন বহু নজির আছে ইতিহাসের পাতায়। বন্ধুত্ব উদযাপন যদিও একটি দিনে সীমাবদ্ধ করা যায় না। তবুও বিশ্বজুড়ে অন্যান্য দিবসের মতো একটি দিন বন্ধু দিবস হিসেবে উদযাপন করা হয়।
আগস্ট মাসের দ্বিতীয় রোববার বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ফ্রেন্ডশিপ ডে উদযাপিত হয়। সে হিসেবে আজ অনেকেই তাদের বন্ধুকে মনের কথা জানিয়েছেন, আনন্দে মেতেছেন। বাদ যাননি তারকারাও।
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির জীবনে সবচেয়ে কাছের বন্ধু কে? নিঃসন্দেহে অভিনেতা শরিফুল রাজ। যিনি তার স্বামী। ভালোবেসে ঘর বাঁধার পর থেকে তারা একে-অপরের সবচেয়ে আপন ও পরম বন্ধু। তাই বন্ধু দিবসে রাজকে শুভেচ্ছা জানাতে ভুল করলেন না পরী।
পরীমণি লিখেছেন, ‘হ্যাপি ফ্রেন্ডশিপ ডে রাজ। আমার সকল ব্যাথার কথা আমি খুব সহজেই তোমার কাছে দ্বিধাহীন বলতে পারি। কত অল্প সময়ে হৃদয়ের সব থেকে কাছের মানুষটা আমার; আমি তোমাকে অনেক ভালোবাসি।’
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post