Print Date & Time : 7 September 2025 Sunday 12:25 am

কোরবানী দেওয়ার জন্য বন্যার্তদের ১শ’ গরু দিবেন ফারাজ করিম

সাম্প্রতিক সময়ে সিলেট, সুনামগঞ্জ, কুড়িগ্রাম, কিশোরগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন ফারাজ করিম চৌধুরী। 

এ পর্যন্ত সিলেট-সুনামগঞ্জ ও কুড়িগ্রামের প্রায় ১৫ হাজারের অধিক পরিবারের জন্য ত্রাণ সরবরাহ করেছেন তিনি। তাছাড়া ১ কোটি টাকা খরচ করে সুনামগঞ্জের তাহিরপুরে ৩শ’৫০ টি ও কুড়িগ্রামে ১শ’ ৫০ টি ঘর নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। 

এরই মধ্যে আসন্ন পবিত্র কোরবানি ঈদে সিলেটের বন্যার্ত এলাকার অসহায় মানুষের জন্য ১শ’ টি গরু প্রদান করার উদ্যোগ নিয়েছেন।

সোমবার (২৭ জুন) ফারাজ করিম চৌধুরীর নিজস্ব ফেসবুক পেইজে একটি ভিডিও বার্তায় তিনি এই ঘোষণা দেন। 

তিনি বলেন, “সিলেটে যে ভয়াবহ বন্যা হয়েছে তা এত অল্প সময়ে কাটিয়ে উঠা সম্ভব নয়। সেখানকার অসহায় মানুষের জন্য এবারের কোরবানির ঈদে আমরা ১শ’ টি গরু জবাই করে মাংস বিতরণ করবো। মানবিক চেতনা থেকে আমরা এই বৃহৎ কর্মসূচি হাতে নিয়েছি।”

আর//দৈনিক দেশতথ্য//২৮ জুন-২০২২//