ইরফান উল্লাহ্, ইবি প্রতিনিধি: বন্যার্তদের সহায়তায় নগদ অর্থপ্রদান করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হল প্রশাসন।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টায় লালন শাহ হলের প্রভোস্ট কক্ষে ইবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কাছে এই অর্থ হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন হলটির প্রভোস্ট অধ্যাপক ড. আকতার হোসেন, বৈষম্যবিরোধী আন্দোলনের ইবি শাখার সমন্বায়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক ইয়াশিরুল কবির সৌরভ ও রাকিবুল ইসলাম।
এসময় হলের প্রভোস্ট অধ্যাপক ড. আকতার হোসেন বলেন, বন্যা কবলিত অঞ্চলের মানুষের পাশে দাঁড়াতে সামান্য কিছু অর্থ আমরা বৈষম্যবিরোধী আন্দোলনের কাছে হস্তান্তর করেছি। এছাড়াও তিনি সবাইকে বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৪ সেপ্টেম্বর ২০২৪