জঙ্গী হুজুরের বয়ান শুনে জঙ্গী হওয়া কিশোর র্যাবের হাতে গ্রেফতার হয়েছে। গতকাল রোববার (১৯ মার্চ) রাতে র্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. নুরুল আবছার এ তথ্য জানিয়েছেন।
মো: ওমর ফারুক (১৯) নামের এক কিশোরকে চার দিন আগে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার লালিয়ার হাট এলাকায় থেকে মঙ্গলবার (১৫ মার্চ) তুলে নিয়ে যাওয়া হয়। এর চারদিন পর তাকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’র সদস্য হিসেবে গ্রেফতার করেছে র্যাব। তার কাছে উগ্রবাদী ১০টি বই ও ৫৩টি লিফলেট পাওয়া গেছে।
গ্রেফতারকৃত ওমর ফারুক হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ লালিয়ার হাট তৈয়্যবিয়া পাড়ার ট্রাক চালক মো. জানে আলমের ছেলে। সে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের পাশে একটি কার গ্যারেজে কাজ করতো।
র্যাব জানায়, ফারুক নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’র অধ্যাত্মিক নেতা জসিম উদ্দিন রহমানি, তামিম আল আদনানীদের বয়ান শুনে ইন্টারনেট থেকে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে। বিভিন্ন সময় ইউটিউব চ্যানেল দেখে ও উগ্রপন্থী বিভিন্ন বই পড়ে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয় সে। একপর্যায়ে ওই সংগঠনের সক্রিয় সদস্য হয়ে উগ্রপন্থী কার্যক্রমে জড়িয়ে পড়ে।
একাধিক ফেসবুক আইডি ব্যবহার করে সমমনা লোকজনদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষাসহ প্রচারণা চালাত সে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব কর্মকর্তারা।
ঘটনার সত্যতা স্বীকার করে হাটহাজারী মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, ওমর ফারুক (১৯) নামে কিশোরকে গ্রেফতারের পর আমাদের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় হাটহাজারী মডেল থানায় নিয়মিত মামলা হয়েছে এবং গ্রেফতারকৃত ওমর ফারুককে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এবি//দৈনিক দেশতথ্য//মার্চ ১৯, ২০২২//

Discussion about this post