Print Date & Time : 11 May 2025 Sunday 3:08 am

বরগুণায় একদিন আগে স্থগিত হলো সোনাকাটা ইউপি নির্বাচন

বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করছে নির্বাচন কমিশন। সোমবার (১৩ জুন) বিকেল ৪ টার দিকে উপজেলা নির্বাচন কমিশনের উপসচিব আতিয়ার রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তালতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, প্রার্থী ও সমর্থকদের দফায় দফায় সংঘর্ষের কারণে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট হয়েছে। এ কারণে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।

বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তা দিলীপ কুমার হাওলাদার বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, বাংলাদেশ নির্বাচন কমিশনের আদেশে তালতলীর সোনাকাটা ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে। নির্বাচন স্থগিত করে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করেছে কমিশন।

তিনি আরও জানান, সোনাকাট ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্রকরে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। এই কারনে এলাকায় নির্বাচনী পরিবেশে বিঘ্ন হচ্ছে। তাই কমিশন এই ইউনিয়নের নির্বাচন স্থগিত করেছে। পরবর্তী তফসিল ঘোষণা না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত থাকবে।

প্রসঙ্গত, শেষ ধাপে তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে লরছেন চেয়ারম্যান পদে ৫ জন, সাধারন সদস্য পদে ২৭ জন ও সংরক্ষিত আসনের মহিলা সদস্য পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। আগামী ১৫ জুন উপজেলার আরও ৫ ইউনিয়নের সঙ্গে এই ইউনিয়নেও নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এবি//দৈনিক দেশতথ্য//জুন ১৩,২০২২//