ড্রেজার ব্যবসা ও ষ্ট্যাম্পে জোর জবরদস্তি করে সই না নেওয়া নিয়ে এবং সাবেক সেনা সদস্য মহসিন কতৃক মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়ে বরগুনা সাংবাদিক ইউনিয়নে সংবাদ সম্মেলন করেন বরগুনা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ ইউসুফ হোসেন সোহাগ।
সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ পাঠ করে সোহাগ বলেন, গত ২৯ সেপ্টেম্বর বরগুনা জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জুবায়ের আদনান অনিককে জড়িয়ে যে সংবাদ সম্মেলন করা হয়েছে তা সম্পূর্ন মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন।
মূলত সাবেক সেনাসদস্য মহসিন একজন অসাধু ব্যবসায়ী ও একজন মাদক কারবারি এবং সেবনকারী। মহসিন তালতলীতে তার ড্রেজার ব্যবসায় লোকসানের মুখে পড়ে বরগুনায় চলে আসে। বরগুনা আসার পর মাদকের সঙ্গে জড়িয়ে জেলে গেলে তার পাওনাদাররা ড্রেজার ও মালমাল আটকে রাখে।
পরে জেল থেকে জামিনে মুক্তি পেয়ে যুবলীগ নেতা জুবায়ের আদনান অনিকের কাছে এসে ড্রেজারটি কেনার প্রস্তাব দেয়। পরে যুবলীগ নেতা যুবায়ের আদনান অনিক মাধ্যামে স্থানীয় আরেক ড্রেজার ব্যাবসায়ি সোহাগের কাছে ড্রেজার দশ লক্ষ টাকায় বিক্রি হয়।
সোহাগ ড্রেজার মঠবাড়িয়ায় ভাড়ায় পাঠালে মহসীন সেখানে যায় ও ড্রেজারের মালামাল সহ দাম কম পড়া নিয়ে বরগুনা জেলা আওয়ামীলীগ সদস্য এস এম মশিউর রহমান শিহাব ও তালতলী উপজেলা চেয়ারম্যান রেজবি উল জমাদ্দারের উপস্থিতে শালিস হয়। মশিউর রহমান শিহাবের বাসায় বসে মহসিনের নিকট এগারো লক্ষ টাকা পাওনা ধার্য্য করা হয়। সেখানে কোন রকমের ষ্ট্যাম্প বা সাদা কাগজে সই রাখা হয় নাই।
দৈনিক দেশতথ্য //জা//অক্টোবর ০২, ২০২২//

Discussion about this post