Print Date & Time : 10 May 2025 Saturday 9:32 pm

বরগুণায় নবজাতকের রহস্যজনক মৃত্যু

রগুনা জেলা ৬ নং বুড়িচর ইউনিয়নের আশাখালী গ্রামে ঘরের পাশের ডোবা থেকে ১ মাস ৫ দিন বয়সী এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (২৩ আগস্ট) সন্ধ্যায় ডোবায় ভাসতে দেখে পুলিশকে জানায় পরিবার। বিষয়টি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পুরো এলাকাজুড়ে। 

বরগুনা সদর উপজেলার ৬ নং বুড়িরচর ইউনিয়নের আশাখালী গ্রামে এঘটনা ঘটে। উদ্ধার হওয়া শিশুর নাম রকি, সে বুড়িরচর নিবাসী দোকানী রবিউল ইসলাম (২৭) এর ছেলে। 

শিশুটির পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের খাবার খেয়ে শিশুটির বাবা শিশুটির নানা বাড়ি থেকে বুড়িরচর গ্রামে তার  দোকানে চলে যায়। শিশু রকি তখন মায়ের কাছে শোয়া ছিল। কিছুক্ষণ পর বৃষ্টি নামলে মা শিশুটিকে বিছানায় একা রেখে বাইরে কাপড় আনতে চলে যায়। ঘরে ফিরে বিছানায় শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজা খুঁজি শুরু করে।  এরপর মাগরিবের আজানের সময় রবিউলের শশুরের ঘরের পাশের ডোবায় শিশু রকির মরদেহ ভাসতে দেখতে পান তার মামী শিশুটির মামি ফাহিমা। পরে পুলিশকে জানালে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

নিহত শিশুর বাবা রবিউল ইসলাম বলেন, মোর আব্বারে (রকি) কেউ মারে নাই। অরে জ্বীন ভুতে মাইরা  ডোবায় ফেলে রাখছে৷ মোর শশুর বাড়িতে জ্বীনের উপস্থিতি আছে, প্রায় সময়ই মোগো সাথে ভয়ভীতি দেখায়। মোর বাবারে ওরাই মারছে। ১ মাসের বাচ্চার সাথে কারও শত্রুতা থাকতে পারেনা। কারও প্রতি আমার কোন অভিযোগ নাই। 

এবিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাইনুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে শিশুটিকে উদ্ধার করি। পরিবারের লোকজন ময়নাতদন্ত না করার অনুরোধ করছিলো। কিন্ত মৃত্যুটি আমার কাছে রহস্যজনক মনে হওয়ায় মরদেহ নিয়ে আসি। ময়নাতদন্তের পর রিপোর্ট অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ২৩,২০২২//