Print Date & Time : 10 May 2025 Saturday 7:07 pm

বরগুণা জেলা ছাত্রলীগের কালো পতাকা মিছিল

২০০৫ সালের ১৭ই আগস্ট বিএনপি জামাত জোট সরকারের প্রত্যক্ষ মদদে সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলা করেছিল। এই ঘটনার প্রতিবাদে বরগুনা জেলা ছাত্রলীগের নবগঠিত  কমিটি কালো পতাকা মিছিল প্রতিবাদ সমাবেশ করে।

বুধবার ১৭ই আগস্ট দুপুরে জেলা  ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি রেজাউল কবির রেজা ও সাধারণ সম্পাদক তৌসিফুর রহমান ইমরান এর নেতৃত্বে নদী বন্দরের সামনে থেকে এই মিছিলটি বের করেন সংগঠনের কয়েকশত কর্মী।

মিছিলটি বের হয়ে বরগুনার শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বরগুনা জেলা প্রেসক্লাবের সামনে শেষ হয় ।এবং এর পরে সেখানে তারা সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করেন।

বরগুনা জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি রেজাউল কবির রেজা বলেন, ২০০৫ সালের ১৭ই আগস্ট বিএনপি জামাত জোট সরকারের প্রত্যক্ষ মদদে সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে সারা বাংলাদেশে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজকে আমরা কালো পতাকা মিছিল ও প্রতিবাদ সমাবেশ করি।২১ আগস্ট এবং ১৭ আগস্ট সংঘটিত করার পেছনের নেপথ্য শক্তি জেএমবিকে সরাসরি ব্যবহার করে বিএনপি-জামায়াত। এই জঘন্য অপরাধের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এখন সময়ের দাবি।

তিনি আরো বলেন,বাংলাদেশের মাটিতে জঙ্গিদের কোনো ঠাঁই নেই। সমস্ত জঙ্গিকে খুঁজে বের করে এ দেশের মাটি থেকে শিকড়সহ উপড়ে ফেলতে হবে। এ সময় তিনি জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা পরিহার করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য সমাজের প্রতি আহ্বান জানান ।

বরগুনা জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক তৌসিকুর রহমান ইমরান বলেন,২০০৫ সালের ১৭ আগস্টে একযোগে ৬৩ জেলায় তৎকালীন বিএনপি-জামায়াত সরকারের পৃষ্ঠপোষকতায় ৪৩৪টি স্থানে সিরিজ বোমা হামলার মাধ্যমে বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র বানানোর পরিকল্পনা করেছিল তৎকালীন সরকার। বরগুনা জেলা ছাত্রলীগ সেই সিরিজ বোমা হামলার তীব্র নিন্দা ও বোমা হামলার পরিকল্পনাকারীদের ফাঁসির রায় কার্যকরের দাবি জানাই।

এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ১৭,২০২২//