মোঃ রাসেল, বরগুনাঃ
বরগুনা জেনারেল হাসপাতালে কর্মরত অফিস সহায়ক মোঃ মহসিনের বিরুদ্ধে অসুস্থ্য এক নারীকে মারধর ও খুনের হুমকির অভিযোগ উঠেছে। ওই নারীর নাম মোসাঃ জেসমিন (৪৮) । তিনি বরগুনা পৌর শহরের ২ নং ওয়ার্ডের মাইঠা সড়কের (পুলিশ লাইন) বাসিন্দা মোহাঃ শাহ জালালের স্ত্রী।
এ ঘটনায় রবিবার (৪ ফেব্রুয়ারী) বরগুনা সদর থানায় সাধারণ ডায়েরী করে এমনটাই অভিযোগ করেন মোহাঃ শাহ জালাল। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) বিষয়টি নিশ্চিত করেন বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম মোঃ মিজানুর রহমান।
সাধারণ ডায়েরীর বরাতে ওসি জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গত ০৩ ফেব্রুয়ারী দুপুরে মাইঠা সড়কের মোহাঃ শাহ জালালের স্ত্রীকে মারধর করাসহ ওই পরিবারকে খুনের হুমকি দিয়েছেন বরগুনা জেনারেল হাসপাতালের অফিস সহায়ক মোঃ মহসিন। এমন অভিযোগে বরগুনা সদর থানায় এসে সাধারণ ডায়েরী করেছেন শাহ জালালের পরিবার।
অভিযুক্ত মহসিন জানান, তার বিরুদ্ধে আনা অভিযোগ পুরোপুরি সত্য নয়। তাই সংবাদ সম্মেলনও করেছেন তিনি। বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তদন্তের মাধ্যমে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এবি//দৈনিক দেশতথ্য//ফেব্রুয়ারী ০৬,২০২৪//

Discussion about this post