Print Date & Time : 21 July 2025 Monday 1:34 pm

বরগুনায় জামায়াতের তিন নেতা গ্রেপ্তার

বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় জামায়াতের তিন নেতাকে গ্রেপ্তার করেছে বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকালে তাদের উপজেলার মাছের খাল এলাকার একটি হাফেজিয়া মাদ্রাসা থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার কৃত  ব্যক্তিরা হলেন, পাথরঘাটা পৌরসভার ইমান আলী সড়কের বাসিন্দা উপজেলা জামায়াত কর্মী মো. নাশির উদ্দিন সরদার। পাথরঘাটা উপজেলা জামায়েতের সেক্রেটারি শামীম মাস্টার। পাথরঘাটা পৌরসভার বাসিন্দা সাবেক পৌর সেক্রেটারী মাওলানা বজলুর রহমান।

বরগুনা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশিরুল আলম রাত ৮ টার দিকে মুঠো ফোনে জানান তারা মাছের খাল এলাকার একটি হাফেজিয়া মাদ্রাসায় বসে নাশকতার পরিকল্পনার উদ্দেশ্যে গোপন বৈঠক করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৪ আগস্ট) বেলা ৩ টার দিকে অভিযান করে তাদেরকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় বাকি নেতাকর্মীরা পালিয়ে যায়। সন্ধা নাগাদ পাথরঘাটা থানা পুলিশ এর কাছে তাদেরকে সোপর্দ করা হয়। বিরুদ্ধে নাশকতার মামলা দায়ের করার কার্যক্রম চলমান।

এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ২৪,২০২৩//