মো: রাসেল,বরগুনা: বরগুনা জেলার আমতলী উপজেলার আমতলী-কুয়াকাটা মহাসড়ক থেকে অজ্ঞাত এক নারী মরদেহ উদ্ধার করেছেন আমতলী থানা পুলিশ। অপরদিকে আমতলি- তালতলী আঞ্চলিক মহাসড়কে এক ট্রাক্টর চালকের মরদেহ উদ্ধার করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাতে বরগুনার তালতলী উপজেলার ঝাড়াখালি গ্রামের আ. খালেক মুন্সীর ছেলে মো. সুলতান মুন্সী (৫০) হালচাষের ট্রলি নিয়ে পটুয়াখালী জেলার দশমিনা থেকে তার নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে আমতলী উপজেলার তারিকাটা স্কুলের সংলগ্ন আমতলী- তালতলী আঞ্চলিক সড়কে ট্রলি উল্টে তার নিচে চাপা পড়ে মারা যান তিনি।
বৃহস্পতিবার (১১ মে) রাতে আমতলী থানার তদন্ত ওসি রনজিৎ কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেন
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রনজিৎ বলেন, আমতলী থানা পুলিশ টহল রত অবস্থায় বুধবার রাতে আমতলী-কুয়াকাটা মহাসড়কের আকন বাড়ি স্ট্যান্ড এলাকায় সড়কে আহত অবস্থায় অজ্ঞাত এক নারী পড়ে থাকতে দেখে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া সময় পথিক মধ্যে মারা যান।পরবর্তীতে টহল পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। একই রাতে আমতলী- তালতলী আঞ্চলিক সড়কের তারিকাটা স্কুল সংলগ্ন
তালতলীর ঝাড়াখালীর খালেক মুন্সির ছেলে ট্রাক্টর চালক সুলতান মুন্সি ট্রাক্টর উল্টে চাপা পড়ে নিহত হন। খবর পেয়ে সকালে পুলিশ তাতক্ষনিক মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তিনি আরও বলেন, নিহত ট্রাক্টর চালকের পরিচয় শনাক্ত হওয়া তার মরদেহ আইনী প্রকৃয়া শেষে বৃহস্পতিবার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপরদিকে অজ্ঞাত নারীর পরিচয় এখনো পাওয়া যায়নি।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post