
রেজাউল কবির রেজাকে সভাপতি ও তৌশিকুর রহমান ইমরানকে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট বরগুনা জেলা ছাত্রলীগের ১ বছরের জন্য আংশিক নতুন কমিটির নাম ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ।
রবিবার (২৪জুলাই) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী ১ বছরের জন্য এ কমিটির নাম ঘোষণা করা হয়েছে।
কমিটির ২০ জন সহ-সভাপতির নাম ঘোষণা করা হয়েছে তারা হলেন- ১. সবুজ মোল্লা, ২.মোঃইখলাস হাসান বাবু, ৩.মোঃ সাইফুল ইসলাম তুহিন, ৪.ওলিউর রহমান সাকিব, ৫. মোঃ বায়জিদ ইসলাম, ৬.মোঃ মাহমুদ হাসান তুরান, ৭.প্রত্যয় দেব প্রান্ত, ৮.আওলাদ হোসেন রাজিব, ৯. রাইয়ান ইসলাম, ১০. মোঃ আরিফুল ইসলাম, ১১. আওলাদ হোসেন রাজু, ১২.আবির হাসান মেহেদী, ১৩.রাজীব হোসেন মৃধা, ১৪.মাইনুল হাসান মোল্লা ১৫. আরিফ শাহরিয়ার, ১৬. এইচ এম ফজলে হাসান রাব্বি, ১৭. জাহিদুল হাসান রিমন, ১৮. রায়হানুল ইসলাম শাওন, ১৯. ইসতিয়াক লিয়ন, ২০.মোঃ রফিকুল ইসলাম।
৫ জন যুগ্ন-সাধারণ সম্পাদক হলেন- ১. সুমন রায়, ২. জাহিদুল ইসলাম জাদুমনি, ৩.রাজ আরিয়ান বিশাল, ৪. হাসান মোঃ শাহরিয়ার শুভ, ৫.ইসমাইল হোসেন।
৬ জন সাংগাঠনিক সম্পাদক হলেন- ১.নাজিউর নাসিম, ২.নাফিউর রহমান সিনা, ৩.রাকিব চৌধুরী, ৪. আব্দুল আল মারজান, ৫.নাইমুল হাসান রাব্বি, ৬.জুম্মান আহম্মেদ লিসান।
এবি//দৈনিক দেশতথ্য//জুলাই ২৪,২০২২//

Discussion about this post