Print Date & Time : 4 May 2025 Sunday 2:48 pm

বরগুনা সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষনা

আগামী দুই বছরের জন্য বরগুনা সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটি ঘোষনা।

শনিবার (২৬ আগস্ট) দিন ব্যাপি দ্বি বার্ষিক সভায় সকল সদস্যদের সিদ্ধান্ত অনুযায়ী সবার সভাপতি এ কমিটি ঘোষনা করেন।

এ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ৭১ টিভি র বরগুনা জেলা প্রতিনিধি ইমরান হোসেন ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এর বরগুনা জেলা প্রতিনিধি আরিফ হোসেন ফসল। এ দ্বিবার্ষিক সভায় সভাপতিত্ব করেন প্রথমআলোর বরগুনা প্রতিনিধি মোহাম্মদ রফিক।

কমিটিতে সহ সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম কিবরিয়া (দৈনিক নয়া দিগন্ত), গোলাম হায়দার স্বপন (দৈনিক জনতা) ও এম রহমান (দৈনিক মানবজমিন), যুগ্ম সাধারন সম্পাদক তরিকুল ইসলাম রতন (দৈনিক যুগান্তর), সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম স্বপন (মাই টিভি),অর্থ সম্পাদক মিরাজ খান (দৈনিক স্বদেশ প্রতিদিন), প্রচার সম্পাদক জুলহাস মিয়া (বিজয় টিভি),ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক খান নাইম (ঢাকা পোস্ট), জনকল্যাণ ও তথ্য বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম ইরান (দৈনিক যুগান্তর বেতাগী প্রতিনিধি),দপ্তর সম্পাদক মোঃ সোহরাব হোসেন (চ্যানেল এস)।
কার্যকরী সদস্য মোঃ রফিক (প্রথম আলো), তালুকদার মোঃ মাসুদ (ভোরের ডাক),মশিউর রহমান রাসেল (যায়যায়দিন),মোঃ রাসেল (দেশতথ্য),খায়রুল ইসলাম আকাশ (দেশ যোগ), আসাদুজ্জামান অন্তু (মাইটিভি), সাইফুল ইসলাম (আজকের বরিশাল), মেহেদী হাসান (বার্তা বাজার)। সংগঠনের গঠনতন্ত্র আগামী দুই বছরের জন্য এই কমিটি বহাল থাকবে।