Print Date & Time : 21 July 2025 Monday 1:25 pm

বরগুনা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা

বরগুনা জেনারেল হাসপাতালের চিকিৎসা সেবা ও ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘ দিন যাবত ক্ষোভ রয়েছে স্থানীয় নাগরিকদের। দীর্ঘ দুই বছর ১০ মাস যাবত বরগুনা জেলারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাও হচ্ছিল না।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুর ১২ টা থেকে বরগুনার জেনারেল হাসপাতাল মিলনায়তনে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় চিকিৎসা সেবার মান বাড়াতে সমস্যাসমূহ তুলে ধরে তা সমাধানের জন্য আলোচনা করা হয়।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তাসকিয়া সিদ্দিকার সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভার সভাপতিত্ব করেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও বরগুন-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।

এসময় আরও উপস্থিতছিলেন ব্যাবস্থাপনা কমিটির সহ- সভাপতি সংরক্ষিত ৩১৫ মহিলা আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা, জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, সদস্য পুলিশ সুপার আব্দুস ছালাম, জেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, পৌর মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ, সিভিল সার্জন ডাঃ ফজলুল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম, উপ-বিভাগীয় প্রকৌশলী গণপূর্ত, সদস্য সচিব ও বরগুনা জেনারেল হাসপাতালের তত্তাবধায়ক ডাঃ মো. লোকমান হাকিম, মুক্তিযোদ্ধা আ. মোতালেব মৃধাসহ চিকিৎসক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় ২৫০ শয্যার বরগুনা জেনারেল হাসপাতালের নতুন ভবনের কার্যক্রমে সমস্যা সমাধানে স্থানীয় ব্যাবস্থায় করণীয়, লিফটের কাজ দ্রুত সম্পন্ন করা, স্থানীয় নাগরিকদের অনুদান দিয়ে অল্প সময়ের মধ্য রুগীদের জন্য ১০০ টি খাট ক্রয় করা সহ পরিচ্ছন্ন পরিবেশ রক্ষায় করণীয় বিষয় সিন্ধান্ত গৃহিত হয়।

এছাড়াও সভায় পৌর মেয়র হাসপাতালের লিফটের জন্য সরকারীভাবে নিয়োগ না হওয়া পর্যন্ত পৌরসভার পক্ষ থেকে লিফটম্যান নিয়োগ ও পরিচ্ছন্নকর্মী দিয়ে সহায়তা অব্যাহত রাখার ঘোষনা দেন। এর সাথে সাথে কমিটিতে থাকা সদস্যরা হসপিটালের জন্য ৪০ টি খাট ক্রয় করে দেয়ার সিদ্ধান্ত নেন এবং কমিটির সহ সভাপতি সুতানা নাদিরা এমপি ৬০ টি খাট ক্রয় করে দেয়া র ঘোষনা দেন।

এ বিষয়ে পৌর মেয়র এ্যাড কামরুল আহসান মহারাজ বলেন, আজকে সভা আমরা হাসপাতালের সেবার মান উন্নত করার জন্য অনেক গুলো সিদ্ধান্ত নিয়েছি। এবং আমি আমার পৌর পরিষদ থেকে সকল প্রকার সাহায্য করার ঘোষনা দিয়েছি।

হাসপাতাল ব্যাস্থাপনা কমিটির সহ- সভাপতি সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা এমপি বলেন, স্থানীয় সকল কাজে সরকারের সহায়তায় এগিয়ে না এলে সরকারের একার পক্ষে কখনো সকল চাহিদা পূরণ করা সম্ভব নয়। আমি আজকে ৬০ টি খাট কিনে দেয়ার ঘোষনা দিয়েছি। আমাদের বরগুনার জনগন বর্তমান সরকারের শুধু স্বাস্থ্য সেবা নয়, সকল উন্নয়ন কাজের সহায়ক।

দৈনিক দেশতথ্য//এইচ/