মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা :
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দক্ষিণাঞ্চলের বরাটী-আটঘরী-ভাতগ্রাম রাস্তার উন্নয়নের ছোয়া পড়েনি। দেশ স্বাধীনতার ৫২ বছর পার হতে চললেও জনগুরুত্বপুর্ন রাস্তাটি পাকা হয়নি। ফলে ধুলোবালি ও কাঁদামাটি রাস্তায় ২০ গ্রামের মানুষের যাতায়াতের কষ্টের শেষ নেই। রাস্তাটি আদৌ পাকা হবে কিনা তা অনিশ্চত। এ নিয়ে এলাকাবাসির মধ্যে ক্ষোভের শেষ নেই বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ সোমবার (১৩ মার্চ) বরাটী-আটঘরী-ভাতগ্রাম রাস্তা ঘুরে দেখা গেছে ধুলোবালি রাস্তায় ভ্যান-রিকসা এবং পায়ে হেঁটে লোকজন অতি কষ্টের মধ্যে যাতায়াত করছে।
খোঁজ নিয়ে জানা গেছে, মির্জাপুর উপজেলার ভাতগ্রাম, বানাইল, ওয়ার্শি এবং আনাইতারা এই চার ইউনিয়নের সীমান্তবর্তী গুরুত্বপুর্ন বরাটী-আটঘরী-ভাতগ্রাম যাতায়াতের জন্য ৫ কিলোমিটার এই রাস্তা। এই রাস্তার উত্তর পাশে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বরাটী নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়, বরাটী হাট ও বাজার, ব্যাংক, পুর্ব পাশে ভাতগ্রাম কৈলাশ রাখাল শ্রীবাস ইন্সটিটিউশন (ভাতগ্রাম উচ্চ বিদ্যালয়), দক্ষিণ পাশে একটি উচ্চ বিদ্যালয় ও বৃহৎ একটি বাজার, পশ্চিম পাশে একটি বিদ্যালয় ও হাট বাজার এবং ১০-১২ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ মাদ্রাসা রয়েছে। বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী এবং ২০ গ্রামের শতশত লোকজন ঝুঁকি নিয়ে ও অতি কষ্টের মধ্যে বরাটী-আটঘরী-ভাতগ্রাম ধূলোবালি ও কাঁদামাটি রাস্তায় যুগ যুগ ধরে যাতায়াত করে আসছে। রাস্তাটি পাকা না হওয়ায় বর্ষাকালে খেয়া নৌকা এবং শুষ্ক মৌসুমে ধুলোবালি রাস্তায় চলাচল করতে হয়। একটু বৃষ্টি হলে দুর্ভোগ আরও চরম আকার ধারন করে।
বরাটী নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. মোশারফ হোসেনসহ অন্তত ১০ জন শিক্ষার্থী অভিযোগ করেন, জাতীয় সংসদ এমপি নির্বাচন, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন এলে রাস্তাটির পাকা করনের নানা প্রতিশ্রুতি দিয়ে নেতারা জনগনের ভোট নিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত হন। জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পর গুরুত্বপুর্ন বরাটী-আটঘরী-ভাতগ্রাম যাতায়াতের জন্য ৫ কিলোমিটার কাঁচা রাস্তার পাকা করনের কোন খবর রাখেন না। রাস্তাটি পাকা করনের জন্য অনেক আবেদন নিবেদন করা হয়েছে। কোন কাজ হয়নি। এভাবে কেটে গেছে স্বাধীনতার ৫২ বছর। এলাকার লোকজন দুর্ভোগ থেকে বাঁচতে চায়।
এ ব্যাপারে মির্জাপুর উপজেলা প্রকৌশলী মো. আরিফুর রহমান বলেন, স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ এমপি রাস্তাটি পাকা করনের জন্য ডিও লেটারসহ সংশ্লিষ্ট অধিদপ্তরে প্রেরন করেছেন। আমরাও চেষ্টা করছি রাস্তাটি উন্নয়নের জন্য। আশা করা হচ্ছে অল্প কিছু দিনের মধ্যে গুরুত্বপুর্ন এই রাস্তাটির পাকা করন হবে।
সিএনএস ডটকম//এসএল//

Discussion about this post