Print Date & Time : 4 July 2025 Friday 9:21 am

বরাটী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৮৮ ব্যাচের পুনর্মিলনী

মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:বন্ধু আমরা ৮৮ সুখে দুঃখে পাশাপাশি এই শ্লোগানে টাঙ্গাইলের মির্জাপুরে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বরাটী নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৮৮ ব্যাচের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

পুরনো দিনের স্মৃতি চারন, গল্প, হাসি ও পুরষ্কার প্রদানের মধ্য দিনে গতকাল মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে জমিদার বাড়িতে দিন ব্যাপি এ পুনর্মিলনী অনুষ্ঠান হয়।

পুনর্মিলনী অনুষ্ঠান এক মিলন মেলায় পরিনত হয়।
পুনর্মিলনী অনুষ্ঠানে আসা ৮৮ ব্যাচের প্রাক্তন ছাত্রী আমেরিকা প্রবাসি জাহিদুল ইসলাম বাসেদ ও সুশান্ত কুমার জানান, বরাটী নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয় আমাদের প্রাণের স্পন্দন। এই বিদ্যালয়ে আমাদরে অনেক স্মৃতি জড়িত। এই বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক প্রয়াত বাবু দুঃখীরাম রাজবংশী ছিলেন আমাদের আদর্শ। দীর্ঘ ৩৫ বছর পর প্রতিষ্ঠানের বন্ধুদের সঙ্গে একত্র হতে পেরে আমরা খুবই আনন্দিত ও অভিভুত হয়েছি। বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য তারা সর্বাত্বক চেষ্টা করবেন বলে জানিয়েছেন।

পুনর্মিলনী অনুষ্ঠানের সভাপতি মো. আসলাম সরকারের সভাপতিত্বে স্মৃতি চারন করেন ৮৮ ব্যাচের প্রাক্তন ছাত্র আনোয়ার দুলাল, ম্যমল কর্মকার, জাহিদুল ইসলাম বাসেদ, সুশান্ত কুমার, শ্যামল কর্মকার, জাদিুল ইসলাম ও ফাতেমা আক্তার প্রমুখ।

দৈনিক দেশতথ্য//এসএইচ//