বরিশালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পটুয়াখালীতে মহিলা আওয়ামীলীগের শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে৷
আগামি ২৯ ডিসেম্বর বরিশালে আওয়ামী লীগের নির্বাচনী জনসভা। ঐতিহাসিক বঙ্গবন্ধু উদ্যানে নির্বাচনী এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল ১০ টায় পটুয়াখালী প্রেসক্লাব চত্বরে এসে জড়ো হয় মহিলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ। সেখান থেকে প্রধানমন্ত্রীর বরিশাল সফরকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শুভেচ্ছা মিছিলের নেতৃত্ব দেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন।
এদিকে প্রায় ৬ বছর পর প্রধানমন্ত্রীর বরিশাল সফর উপলক্ষে বরিশালে চলছে সরব প্রস্তুতি। প্রধানমন্ত্রীর বরিশাল সফরে এসে বঙ্গবন্ধু উদ্যানে নির্বাচনী ভাষণ দেবেন। সাধারণ মানুষ তাঁকে বরণ করতে অপেক্ষায় রয়েছেন।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী সর্বশেষ বরিশাল সফর করেছেন ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি। ওই দিন তিনি বরিশাল ও পটুয়াখালীর সীমান্ত পায়রা নদীর লেবুখালী পয়েন্টে শেখ হাসিনা ক্যান্টনমেন্ট উদ্বোধন করেছিলেন।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post