Print Date & Time : 28 August 2025 Thursday 10:25 am

বরিশালে হাতপাখা প্রার্থীর উপর হামলার প্রতিবাদে পদত্যাগ করলেন আওয়ামীলীগ নেতা

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা মার্কার প্রার্থী মুফতি ফয়জুল করীমের উপর হামলার প্রতিবাদে আওয়ামীলীগ থেকে পদত্যাগ করার ঘোষণা দিলেন কুয়াকাটা পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহআলম হাওলাদার (৪৫)।

শাহ আলম হাওলাদার কুয়াকাটা পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা এবং সাবেক কাউন্সিলর। বর্তমানে তিনি কুয়াকাটা পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্বে রয়েছেন।

তিনি জানান, গত ১২ জুন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে হাত পাখা মনোনীত প্রার্থী মুফতি ফয়জুল করীমের এর উপর আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করেন। যে কারনে তিনি মন থেকে অনেক ব্যথিত হয়েছেন। তাই তিনি একজন মুসলমান হিসেবে এই দলে আর থাকতে চাচ্ছেন না।

তিনি আরও জানান, কুয়াকাটা পৌর আওয়ামী লীগের বর্তমান সভাপতির বেশ কিছু কার্যকলাপে তিনি অতিষ্ঠ এবং ক্ষুব্ধ। তাই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। তবে ইসলামী আন্দোলনের সাথে রাজনৈতিকভাবে যোগদানের ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেননি।

এ ব্যাপারে কুয়াকাটা পৌর আওয়ামীলীগের সভাপতি আ. বারেক মোল্লা বলেন, কুয়াকাটা পৌরসভায় শাহ-আলম হাওলাদার হাতপাখা নিয়ে নির্বাচন করার স্বপ্নে গত কয়েকমাস যাবৎ হাতপাখার পিছনে ছুটছেন। তিনি দলীয়ভাবে এখন পর্যন্ত কোনো পদত্যাগপত্র জমা দেননি।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৪জুন ২০২৩