বর্ণাঢ্য শোভাযাত্রা , আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে কুষ্টিয়ায় পালিত হলো জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী। রবিবার পয়লা জানুয়ারি সকাল ১১টায় কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির উদ্যোগে কুষ্টিয়া শহরের বড় স্টেশন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে মজমপুর গেটে এসে শেষ হয়। পরে কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির জেলা কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে পালন করা হয় জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী।
কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির সভাপতি নাফিজ আহমেদ খান টিটুর সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহরিয়ার জামিল জুয়েল, সহ সভাপতি এডভোকেট মনোহর আলী,
যুগ্ন সাধারণ সম্পাদক রিনা নাসরিন, সিরাজুল ইসলাম চাদু, সাংগঠনিক সম্পাদক, এস এম আনোয়ার হোসেন, খোকসা উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আরিফুল ইসলাম নিলা,সাধারণ সম্পাদক ডাঃ আইনুদ্দিন, ভেড়ামারা উপজেলা জাতীয় পার্টির সভাপতি
ডাঃ সুজা উদ্দিন, সাধারণ সম্পাদক আনিসুর রহমান হানিফ, মিরপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি ফারুক হোসেন,সাধারণ সম্পাদক শামিম মন্ডল,দৌলতপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু হানিফ,এস এম রবিউল ইসলাম,
মাসুম মাষ্টার, কমল দেবনাথ, খাইরুল ইসলাম
রেজন মন্ডল, ফজলুর রহমান ইসা, রেজাউল করিম সহ জাতীয় পার্টির ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় পার্টি যেদিকে যায়, দেশের রাজনীতিও সেদিকে যায়। আগামীতে জাতীয় পার্টির সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। আমাদের ঐক্যবদ্ধ থেকে দলকে এগিয়ে নিতে হবে। রাখতে হবে ‘লিডার ইজ নেভার রঙ, লিডার ইজ অলওয়েজ কারেক্ট’নেতৃত্বের প্রতি অবিচল থাকতে হবে। নিজেদের শক্তিশালী করা হবে আমাদের আগামী দিনের রাজনীতি। জনগণ কী চায়, সে অনুযায়ী কাজ করতে হবে। যেখানে প্রতিবাদ কিংবা দাবির প্রয়োজন হবে, সেখানে সেভাবে কাজ করবেন।আমাদের শক্তি অর্জন করতে হবে। জাতীয় পার্টি জন্ম থেকে আজ পর্যন্ত দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে।তাই পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদের আদর্শকে বুকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে।
খালিদ সাইফুল / দৈনিক দেশতথ্য / ১ জানুয়ারি ২০২৩

Discussion about this post