Print Date & Time : 11 May 2025 Sunday 8:17 am

বর্ণাঢ্য আয়োজনে ১৩৯তম খুলনা দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ১৩৯ তম খুলনা দিবস বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির উদ্যোগে পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল নগরীর শিববাড়ী মোড়ে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। এসময় তিনি দলমত নির্বিশেষে সকলকে খুলনার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, এক সময়ের অবহেলিত ও বঞ্চিত খুলনা আজ উন্নয়নের ধারায় ফিরে এসেছে। বর্তমান সরকার খুলনা উন্নয়নের জন্য ব্যাপক কাজ করে যাচ্ছে। আগামী দিনেও এ কাজের ধারা অব্যাহত রাখতে খুলনাবাসীকে সাথে নিয়ে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি বিভিন্ন দাবি উত্থাপন ও তা বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।

সিটি মেয়র শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে খুলনা দিবস উপলক্ষে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির আয়োজিত কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন।

সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শেখ আশরাফ-উজ-জামান।

সমাবেশে সংগঠনের মহাসচিব কাউন্সিলর শেখ মোহাম্মাদ আলীর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খুলনা মহানগরীর বিএনপি আহ্বায়ক এ্যাড. শফিকুল আলম মনা, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক মুকুল কুমার মিত্র, বীর মুক্তিযোদ্ধ মোঃ আবু জাফর, বীর মুক্তিযোদ্ধা নূর ইসলাম বন্দ, খুলনা বিএমএ-এর সাধারণ সম্পাদক ডাঃ মেহেদী নেওয়াজ, খুলনা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ পরিচালক চৌধুরী মিনহাজ-উজ-জামান সজল, পরিচালক মফিজুল ইসলাম টুটুল, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফারুক হাসান হিটলু, বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট কাজী মোতাহার রহমান বাবু।

এবি//দৈনিক দেশতথ্য//এপ্রিল ২৫,২০২২//