Print Date & Time : 12 July 2025 Saturday 2:06 am

বর্ণাঢ্য আয়োজনে খুলনা দিবস পালিত

শেখ দীন মাহমুদ, খুলনা প্রতিনিধি: উদ্বোধন অনুষ্ঠান, বর্ণাঢ্য র‌্যালি, মেজবানী, স্মরণিকা প্রকাশ,
সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে সোমবার(২৫ এপ্রিল)
খুলনা জিলার ১৪২ বছর পূর্তিতে খুলনা দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন
উপলক্ষ্যে সকালে খুলনার শিববাড়ি মোড়ে বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করেন
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম মিরাজুল ইসলাম, খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ
কমিশনার সরদার রাকিবুল ইসলাম, সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু,
কেডিএ-এর সদস্য (প্রশাসন ও অর্থ) অধ্যাপক রুনু রেজা, বৃহত্তর খুলনা
উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি সাবেক সভাপতি হায়দার গাজী সালা উদ্দিন রুনু,
সাবেক সভাপতি শেখ মোশাররফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা স ম বাবর আলী, মকবুল
হো‌সেন মিন্টু, বিএমএ খুলনার সাধারণ সম্পাদক ডা. মেহেদী নেওয়াজ, খুলনা
মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা, সার্ক মানবা‌ধিকার
ফাউ‌ন্ডেশন, খুলনা মহানগর ক‌মি‌টির সভাপ‌তি গাজী আলাউ‌দ্দিন আহমদ,
বৃহত্তর আমরা খুলনাবাসীর সাধারণ সম্পাদক সরদার আবু তা‌হের, দৈনিক দেশ
সংযোগের সম্পাদক মুন্সী মাহবুব আলম সোহাগ, খুলনা চেম্বার অব কমার্স
অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মো. মফিদুল ইসলাম টুটুল, সংগঠনের পরিবেশ
সম্পাদক এস.এম ইকবাল হোসেন বিপ্লবসহ অন্যান্যরা।
বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামানের
সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমন্বয় কমিটির মহাসচিব শেখ মোহাম্মদ
আলী।

খুলনা দিবস উপলক্ষ্যে অতিথিরা বলেন, দলমত নির্বিশেষে সবাইকে খুলনার
উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একসময়ের অবহেলিত ও বঞ্চিত খুলনা আজ
উন্নয়নের ধারায় ফিরে এসেছে। বর্তমান সরকার খুলনার উন্নয়নের জন্য ব্যাপক
কাজ করে যাচ্ছে।

এসময় অতিথিরা খুলনার চলমান ড্রেনেজ ও রাস্তার নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন
করে খুলনা বাসীর ভোগান্তির লাঘবের জন্য সংশ্লিষ্টদের প্রতি জোর দাবী
জানান। পরে মেয়রের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক
প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

দৈনিক দেশতথ্য//এসএইচ//