Print Date & Time : 15 May 2025 Thursday 10:56 pm

বর্ণাঢ্য আয়োজনে দৌলতপুরে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন

‘উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়,দেশ গড়বো সমাজসেবায় ’ এই প্রতিপাদ্য সামনে রেখে কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার দুপুর ১২টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় এসে শেষ হয়।

পরে উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) মো. আব্দুল জব্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য ও উপজেলা আ’লীগের সভাপতি অ্যাড. আ.কা.ম. সরওয়ার জাহান বাদশাহ্।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. এজাজ আহমেদ মামুন, ভাইস চেয়ারম্যান সাক্কির আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মো. টিপু নেওয়াজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আতাউর রহমান প্রমুখ। সভায় বক্তারা মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার দেশের দুস্থ, দরিদ্র, অসহায় শিশু, প্রতিবন্ধী, কিশোর-কিশোরী, স্বামী পরিত্যক্ত নারী ও প্রবীণ ব্যক্তিসহ সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার তথ্য তুলে ধরেন। এছাড়া বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা ও মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা বৃদ্ধি সহ সরকারের নানান কল্যাণমুখি সামাজিক সেবার পরিধি আরও বৃদ্ধি করতে সরকারি-বেসরকারি সংস্থা ও বিত্তবানদের এগিয়ে আসার উপর গুরুত্ব আরোপ করা হয়।

খালিদ সাইফুল / দৈনিক দেশতথ্য / ২ জানুয়ারি ২০২৩