গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপ- মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন উন্নত বিশ্বের সাথে প্রতিযোগীতার জন্য সরকার শিক্ষার উন্নয়ন কাজ করছেন।
আর শিক্ষার সাথে তথ্য প্রযুক্তিতে শিক্ষার্থীদের দক্ষ করতে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব, শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব এবং প্রয়োজনীয় একাডেমিক ভবন নির্মাণ করছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাথমিক শিক্ষার গুরুত্ব অনুধাবন করে স্বাধীনতার পর প্রাথমিক শিক্ষাকে জাতীয় করন করেছেন। তাছাড়া বর্তমানে শেখ হাসিনার নেতৃত্বে গঠিত সরকার পুনরায় বেসরকারী, কমিউনিটি ও রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয় সমূহকে সরকারি করন করেছে।
প্রত্যেক উপজেলায় একটি বিদ্যালয় ও একটি কলেজ সরকারি করনের আওতায় এনেছে। শিক্ষা বর্ষের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে বই তুলে দিচ্ছেন। কারন দক্ষ ও প্রশিক্ষিত গোষ্ঠীকে দেশের উন্নয়নের অংশীদার করতে সরকার নিবেদিত ভাবে কাজ করছে।
তিনি শুক্রবার(২৫ নভেম্বর)রাতে চিকনদন্ডী ইউনিয়নের নেহালপুর শ্রী শ্রী বাসুদেব যোগাশ্রমের অধ্যক্ষ শ্রী শ্রী বিপ্লব চৈতন্য ব্রক্ষচারীর মহারাজের ৫১ তম শুভ জন্মোৎসব, শ্রী শ্রী চন্ডীপাঠ, বিশ্বশান্তি গীতাযজ্ঞ, মহতী ধর্মসভা গুরুপূজা, বস্র বিতরন, সাধু ভান্ডারের ফ্রি চিকিৎসা সেবা, সাধু সম্মেলন, মহতী ধর্মসভা ও বাসুদেব স্কুল এন্ড কলেজের ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
শ্রী শ্রী বাসুদেব যোগাশ্রম চত্বরে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ শ্রী বিপ্লব চৈতন্য ব্রহ্মচারী মহারাজ। এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ডি আই জি রাজনৈতিক ব্যক্তিত্ব মইউদ্দীন বাচ্চু, চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলার জহর লাল হাজারী, হাটহাজারী থানার ওসি রুহুল আমিন সবুজ ও শ্যামল কান্তি দে প্রমূখ ।
দুই দিন ব্যাপী অনুষ্ঠানে বাউল সংগীত পরিবেশন করেন ফকির শাহাবুদ্দিন, গুরু ভজন পরিবেশন করেন, জাতীয় পুরস্কার প্রাপ্ত কন্ঠ শিল্পী শ্রী অমিত সেনগুপ্ত। মনোজ্ঞ সংগীতানুষ্ঠান পরিচালনা করেন, কন্ঠ শিল্পী শিমুল শীল ও গীতিকার, অর্জুন বিশ্বাস, গীতিনাট্য পরিবেশন করেন সুরাঙ্গন বিদ্যাপীঠ।

Discussion about this post