মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:
একটি বসত ঘরের জন্য পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন শারীরিক প্রতিবন্ধি মো. আতোয়ার রহমান (৫০)।
একটি বসত ঘর চেয়ে স্ত্রী-সন্তান সহ হুইল চেয়ার নিয়ে দ্বারে দ্বারে ঘুরছেন। মাথা গোজার ঠাঁই হিসেবে একটি ঘর না থাকায় স্ত্রী-সন্তান নিয়ে নিদারুন কষ্টে দিন কাটছে হত দরিদ্র ও অসহায় প্রতিবন্ধি আতোয়ার রহমানের। চেয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী ও স্থানীয় এমপির সহযোগিতা।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ৫ নং বানাইল ইউনিয়নের গল্লি গ্রামে প্রতিবন্ধি মো. আতোয়ার রহমানের বাড়ি। তার পিতার নাম মৃত আব্দুল হালিম।
আজ শুক্রবার (১৬ জেুন) প্রতিবন্ধি আতোয়ার রহমান ও তার স্ত্রী সুলতানা বেগম জানান, দুই ছেলে সন্তান নিয়ে নিদারুন কষ্টে চলছে তাদের জীবন। কোন দিন খেয়ে আবার কোন অনাহারে চলছে সংসার। মাথা গোজার ঠাঁই হিসেবে একটি ঘর না থাকায় রোদ-বৃষ্টি এবং ঝড়-তুফানের মধ্যে চার সদস্য পরিবারের মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। একটি ঝুঁপরি ঘর থাকলেও এখন তা খুবই জরাজীর্ন। এই ঝুঁপড়ি ঘর বসবাসের জন্য একেবারেই অনুপযোগি। উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার এবং স্থানীয় চেয়ারম্যান-মেম্বারদের দ্বারে দ্বারে হুইল চেয়ারে বসে স্ত্রী-সন্তান নিয়ে ঘুরছেন একটি ঘরের আশায়। ইতিপুর্বে একটি বসত ঘরের আশায়, আতোয়ার রহমান ও তার স্ত্রী সুলতানা বেগম শিশু সন্তান জিহাদকে সঙ্গে নিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি ঘরের আবেদন করেছেন। কিন্ত আজ পর্যন্ত তার বসত ঘরের জন্য কোন ব্যবস্থা হয়নি।
অসহায় প্রতিবন্ধি আতোয়ার রহমান বলেন, ১৯৯৪ সালে টাঙ্গাইলের বিন্দাবাসিনী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মেধা তালিকায় প্রথম বিভাগে এসএসসি পাশ করি। ১৯৯৬ সালে এইচএসসি পরীক্ষার সময় আমার শরীর অবস হয়ে যায়। এখন আমি পুরোপুরি প্রতিবন্ধি। অভাবেরর সংসারে অনেক কষ্টের মধ্যে জীবন যাপন করছি। থাকার জন্য এখন আমার একটি ঘরের খুবই প্রয়োজন। মাননীয় প্রধান মন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রী, সচিব, এমপিসহ স্থানীয় প্রশাসনের নিকট আমার নামে একটি পাকা ঘর বরাদ্ধ দেওয়ার জন্য আকুল আবেদন করছি। প্রতিবন্ধি মো. আতোয়ার রহমানের সঙ্গে যোগাযোগের মোবাইল নং-০১৭০৫-১৪৪৪৬১ ।
পাঁচ নং বানাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী বলেন, প্রতিবন্ধি আতোয়ার রহমান খুবই অসহায় ও স্ত্রী সন্তান নিয়ে মানবেতর ভাবে জীবন যাপন করছেন। তার একটি বসত ঘরের খুবই প্রয়োজন। এ বিষয়য়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য তিনি মাননীয় এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারকে অনুরোধ জানিয়েছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন বরেন, বরাদ্ধ পেলে উর্ধ্বতন কতৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রতিবন্ধি আতোয়ার রহমানের জন্য একটি বসত ঘরের ব্যবস্থা করা হবে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post