Print Date & Time : 5 July 2025 Saturday 10:16 pm

বসুন্ধরার চেয়ারম্যানের সঙ্গে নর্থ-সাউথ সোসাইটির চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

নর্থ-সাউথ সোসাইটির চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন রোববার বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের সঙ্গে তাঁর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাতকালে তাঁরা নব নির্মিতব্য বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স এবং ওয়াটার পার্ক ঘিরে পরিকল্পিত ও আধুনিক নাগরিক সুযোগ সুবিধা সম্বলিত একটি আবাসিক এলাকা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে বিগ্রেডিয়ার জেনারেল মোঃ আব্দুল হামিদ (অবঃ), প্রফেসর ডঃ এ.এন.এম. মেসকাত উদ্দিন, প্রফেসর ডঃ মিজানুর রহমান, প্রফেসর ডঃ সিরাজুল ইসলাম, মাহবুবুল কবির, তাহিরা বিরজিস উপস্থিত ছিলেন।

বসুন্ধরা গ্রুপের পক্ষে মাহবুবুর রহমান তুহিন, মোঃ নাজমুল আলম ভূঁইয়া এবং মোঃ মামুনুর রশিদ প্রমূখ উপস্থিত ছিলেন।