কক্সবাজারের রয়েল টিউলিপ হোটেলে আজ ২০ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে বসুন্ধরা এলপি গ্যাসের পরিবেশক সম্মেলন “অটুট এক বন্ধনে”।
অনুষ্ঠানে বসুন্ধরা গ্ৰুপের দেড় শতাধিক কর্মকর্তা এবং সাড়ে তিন শতাধিক পরিবেশক এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন।
২০২০ এর নভেম্বর থেকে ২০২১ অক্টোবর পর্যন্ত বিক্রয় বিবেচনায় সেরা পরিবেশক সহ অন্যান্য বিজয়ীদের পুরষ্কার প্রদান করা হয়।
সম্মেলনে চিফ ফিন্যান্সিয়াল অফিসার মাহাবুব আলম বলেন, বসুন্ধরা এলপি গ্যাস একের পর এক সম্মাননা অর্জন করে চলেছে। দেশের গন্ডি পেরিয়ে বসুন্ধরা এলপি গ্যাসকে দেশ সেরা উপাধি দিচ্ছে গ্লোবাল বিজনেস এবং বিজনেস টেবলয়েড এর মতো স্বনামধন্য পাবলিকেশন্স।
এই অর্জনগুলোর পেছনের কারিগর কিন্তু পরিবেশকগণই। আপনাদের সহযোগিতাতেই আমরা ভোক্তার কাছে সঠিক সময়ে পৌঁছতে পেরেছি। করোনা মহামারীর মধ্যেও আপনাদের সহযোগিতা আরও সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা যুগিয়েছে।
জনাব এম এম জসীম উদ্দীন (সিওও – ব্র্যান্ড এন্ড মার্কেটিং, সেক্টর-এ) বলেন, বসুন্ধরা এলপি গ্যাস দুই দশকের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশের এলপিজি বাজারকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।
শুধু ব্যবসা নয়, সকলের সাথে সুদৃঢ় সম্পর্ক স্থাপনে বসুন্ধরা বদ্ধ পরিকর। পরিবেশকদের সব ধরনের সমস্যা সমাধানে বসুন্ধরা গ্ৰুপ আন্তরিকভাবে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও করবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব এবং সঞ্চালনা করেন প্রকৌশলী জাকারিয়া জালাল, হেড অব সেলস, বসুন্ধরা এল পি গ্যাস লিঃ। তিনি বলেন, বসুন্ধরা এলপি গ্যাস আজ সর্বদিক দিয়েই নাম্বার ওয়ান, এর পিছনের মূল কারণ এর সাথে সংশ্লিষ্ট সকলেই নিজ নিজ জায়গায় নাম্বার ওয়ান। আমরা বিশ্বাস রাখি মাঠ পর্যায়ের কর্মকর্তা ও পরিবেশকদের সাথে সু-সম্পর্ক বজায় রাখার মধ্য দিয়ে আমাদের বিপণন ব্যবস্থা আরও শক্তিশালী এবং সুদৃঢ় হবে।
এই আয়োজনে দুই রাত তিন দিন ব্যাপী রয়েল টিউলিপ এর নিজস্ব সাগর পাড়ে পরিবেশন করা বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম।
সেরা পরিবেশক ২০২০ অর্জনকারীকে সর্বোচ্চ পুরস্কার হিসেবে দেয়া হয় একটি ব্র্যান্ড নিউ কার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এম নাসিমুল হাই এফসিএস (কোম্পানি সেক্রেটারি, সেক্টর এ এবং ইডব্লিউপিডি, বসুন্ধরা গ্ৰুপ), শওকত আকবর (সিওও, ব্যাঙ্কিং, সেক্টর এ, বসুন্ধরা গ্ৰুপ), সাদ তানভীর (হেড অফ এইচ আর, বসুন্ধরা এলপি গ্যাস লিঃ), চৌধুরী শামসুজ্জামান আহমেদ (হেড অফ অপেরেশন, বসুন্ধরা এলপি গ্যাস লিঃ), মাকসুদ আলম (ডিজিএম, অডিট, সেক্টর এ, বসুন্ধরা গ্ৰুপ), মুশফিকুর রহমান (সেক্রেটারি টু ভাইস চেয়ারম্যান, বসুন্ধরা গ্ৰুপ) ও বসুন্ধরা গ্ৰুপের আরও অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Discussion about this post