Print Date & Time : 5 July 2025 Saturday 4:22 am

বসুন্ধরা এলপি গ্যাস টানা তিনবার আন্তর্জাতিক সুপারব্র্যান্ড অ্যাওয়ার্ড পেল

আজ শনিবার (১১ ফেব্রুয়ারী, ২০২৩) এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ঘোষণা দেওয়া হয় দেশের এবারের সুপারব্র্যান্ডগুলোর নাম। বসুন্ধরা এলপি গ্যাস টানা তিনবারের মতো আন্তর্জাতিক এই সুপারব্র্যান্ড সম্মাননা পেল।

বসুন্ধরা এলপি গ্যাসের পক্ষ থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান। এ সময় মাহবুব আলম (চিফ ফিন্যান্সিয়াল অফিসার, বসুন্ধরা এলপি গ্যাস লিঃ), এম. এম. জসীম উদ্দিন (সি.ও.ও. ব্র্যান্ড এন্ড মার্কেটিং, সেক্টর-এ, বসুন্ধরা গ্রুপ), জাকারিয়া জালাল (হেড অফ পাবলিক রিলেশন্স, সেক্টর-এ, বসুন্ধরা গ্রুপ), কাজী রোকন উদ্দিন (এজিএম, ব্র্যান্ড, বসুন্ধরা এলপি গ্যাস, মিডিয়া এন্ড পিআর, সেক্টর-এ, বসুন্ধরা গ্রুপ) অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।

বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান বসুন্ধরা এলপি গ্যাস-এর এই অনন্য অর্জনে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। সেই সঙ্গে এই শ্রেষ্ঠত্ব বজায় রাখতে আরও দৃঢ়তার সঙ্গে সকলকে এক যোগে কাজ করার আহ্বান জানান। তিনি ভোক্তা, বিক্রেতা, পরিবেশকসহ সকল শুভানুধ্যায়ীগণকে শুভেচ্ছা জ্ঞাপন করেন।

বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেড বিশ্বের ৯০টি দেশের মধ্যে বাংলাদেশ থেকে টানা তৃতীয় বছর “সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড” পেয়েছে। ১৯৯৪ সাল থেকে যুক্তরাজ্য ভিত্তিক সুপারব্র্যান্ড কর্তৃক দেশের বৃহত্তম এবং এক নম্বর এলপিজি ব্র্যান্ডের জন্য এটি একটি আন্তর্জাতিক স্বীকৃতি, যা ব্র্যান্ডের ঐতিহ্য, ব্র্যান্ডের প্রাসঙ্গিকতা, ব্র্যান্ড উপলব্ধি, ব্র্যান্ডের পারফরম্যান্স এবং ব্যবহারকারীর শীর্ষস্থানীয় মনোভাবের স্বীকৃতি দেয়।

এবি//দৈনিক দেশতথ্য//ফেব্রুয়ারী ১১,২০২৩//