Print Date & Time : 2 July 2025 Wednesday 12:47 pm

বসুন্ধরা এ ইউনিটের ন্যাশনাল সেলস কনফারেন্স অনুষ্ঠিত

গাজীপুরের রাজাবাড়ীতে অবস্থিত সারা রিসোর্ট এর মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল বসুন্ধরা ফুড, মাল্টি ফুড এর বাল্ক এবং প্রোডাক্ট লাইন-এ ইউনিটের ন্যাশনাল সেলস কনফারেন্স’২২। গত ২৬ মে থেকে ২৮ মে পর্যন্ত তিন দিন ব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের প্রায় তিন শতাধিক কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটিতে বিগত বছরের বিক্রয় মূল্যায়ন এবং মূল্যায়ন শেষে বিক্রয় বিবেচনায় সেরা বিক্রয়কর্মী সহ অন্যান্য পুরস্কার এর বিজয়ীদের পুরষ্কার প্রদান করা হয়। পাশাপাশি বসুন্ধরার আজকের এই অবস্থানে আসার পিছনে অন্যান্য ডিপার্টমেন্ট এর ভূমিকার স্বীকৃতি স্বরূপ তাদের পুরুস্কৃত করা হয়।

সম্মেলনে উপস্থিত বসুন্ধরার ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান বলেন, বসুন্ধরা ফুড এন্ড বেভারেজ একের পর এক সফলতা অর্জন করে চলেছে। দেশের এমন কোনো পরিবার নেই যেখানে বসুন্ধরার পণ্য ব্যবহার হয় না। এই অর্জনগুলোর পেছনের কারিগর কিন্তু বিক্রয়কর্মীগণই। আপনাদের সহযোগিতাতেই আমরা ভোক্তার কাছে সঠিক সময়ে পৌঁছতে পেরেছি। করোনা মহামারীর মধ্যেও আপনাদের সুদৃঢ় এবং পরিকল্পনামাফিক কার্যক্রম আমাদের অনুপ্রাণিত করেছে আরও সামনে এগিয়ে যাওয়ার।

হেড অফ সেলস রেদয়ানুর রহমান (বাল্ক, রিটেল – প্রোডাক্ট লাইন-এ) বলেন, বসুন্ধরা ফুড এন্ড বেভারেজ গত দুই দশকের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশের খাদ্যপণ্যের বাজারকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এই ধারাবাহিক অগ্রগতি যেন বজায় রাখতে পারি, সে জন্য সকলের সহযোগিতা চাচ্ছি। যারা দীর্ঘদিন ধরে বসুন্ধরা গ্রুপের সঙ্গে কর্মরত আছেন তারা অবশ্যই জানেন শুধু ব্যবসা নয়, পণ্যের মান ও বিজনেস স্টেকহোল্ডারদের সাথে সুদৃঢ় সম্পর্ক স্থাপনে বসুন্ধরা বদ্ধ পরিকর। বিক্রয়কর্মীদের সব ধরনের সমস্যা সমাধানে বসুন্ধরা গ্রুপ আন্তরিকভাবে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও করবে ইন্শাআল্লাহ।

এই আয়োজনে বসুন্ধরার কর্মকর্তারা বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রমে অংশ গ্রহণ করেন। র‍্যাফেল-ড্র এর মাধ্যমে নির্বাচিত ভাগ্যবান প্রতিযোগীকে পুরস্কার দেয়া হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেলাল হোসেন (চিফ ফাইন্যান্স অফিসার, বসুন্ধরা ফুড এন্ড মাল্টি ফুড), এ.এস.এম. মুস্তাফিজুল হক (সিওও, বসুন্ধরা এয়ারওয়েজ), শাফিকুল ইসলাম (ডিজিএম, সেলস – রিটেইল প্রোডাক্ট লাইন এ), রুমেল সরকার, (এজিএম, সেলস – রিটেইল প্রোডাক্ট লাইন এ), কাজী মনিরুজ্জামান মনির, রফিকুল কবির (এজিএম, সেলস – রিটেইল প্রোডাক্ট লাইন এ), এ. কে. নাসির আহমেদ ডিএসএম সেলস – রিটেইল প্রোডাক্ট লাইন এ), এ.কে.এম. আব্দুস সালাম (ডিএসএম. সেলস – রিটেইল প্রোডাক্ট লাইন এ), কাজী মাহমুদ মোর্শেদ (ম্যানেজার, ডিস্ট্রিবিউশন – রিটেইল প্রোডাক্ট লাইন এ), ফজলুল হক (ম্যানেজার, ডিস্ট্রিবিউশন – বাল্ক), কে.এম আব্দুল কাদের, ম্যানেজার, ডিস্ট্রিবিউশন – রিটেইল প্রোডাক্ট লাইন এ), আহমেদুজ্জামান লস্কর (ম্যানেজার, ব্র্যান্ড – বাল্ক) সহ আরও উর্দ্ধতন কর্মকর্তাগণ।

এবি//দৈনিক দেশতথ্য//মে ২৮,২০২২//